এক্সিম ব্যাংকে তিন পদে চাকরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ মে, ২০১৬ ০৯:৪০:৩০

ঢাকা: বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান এক্সিম ব্যাংকে তিন পদে জনবল নিয়োগ দেয়া হবে। পদগুলো হলো ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, ট্রেইনি অফিসার এবং ট্রেইনি অফিসার (ক্যাশ)। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
যেকোনো বিষয় থেকে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ ৩.০০ (৪.০০ এর মধ্যে) অথবা প্রথম শ্রেণি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে জিপিএ ৫.০০ থাকতে হবে। অনূর্ধ্ব ৩০ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। নিয়োগপ্রাপ্তদের এক বছর প্রবেশনকালে ৪০ হাজার টাকা বেতন দেয়া হবে। প্রবেশনকাল শেষে প্রার্থীদের এক্সিকিউটিভ অফিসার পদে স্থায়ী ভাবে নিয়োগ দেয়া হবে। এক্সিকিউটিভ অফিসার বেতন পাবেন ৫৭ হাজার ৭০০ টাকা।
ট্রেইনি অফিসার
স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। স্নাতকে সিজিপিএ ২.৫০ ( ৪.০০ এর মধ্যে) এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে জিপিএ ৪.৫০ (৫.০০ এর মধ্যে) থাকতে হবে। অনূর্ধ্ব ৩০ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। এক বছর প্রবেশনকালে পদটিতে বেতন দেয়া হবে। ২২ হাজার টাকা। পরে অফিসার পদে স্থায়ীভাবে নিয়োগ হলে ৩৭ হাজার ৫৫০ টাকা বেতন দেয়া হবে।
ট্রেইনি অফিসার (ক্যাশ)
যেকোনো বিষয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীদের স্নাতকে সিজিপিএ ২.২৫ (৪.০০ এর মধ্যে) বা দ্বিতীয় শ্রেণি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে জিপিএ ৪.০০ (৫.০০ এর মধ্যে) থাকতে হবে। এক বছর প্রবেশনকালে পদটিতে বেতন দেয়া হবে। ২২ হাজার টাকা। পরে অফিসার পদে স্থায়ীভাবে নিয়োগ হলে ৩৩ হাজার ৫৫০ টাকা বেতন দেওয়া হবে। অনূর্ধ্ব ৩০ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা career.eximbankbd.com ওয়েবসাইট ঠিকানায় আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ৩০ মে, ২০১৬ তারিখ পর্যন্ত।
(ঢাকাটাইমস/১১মে/জেবি)