logo ০৯ জুলাই ২০২৫
ত্বকের চিকিৎসায় সাবধান!
ঢাকাটাইমস ডেস্ক
০১ জুন, ২০১৬ ২০:২৭:০০
image



ঢাকা: ত্বকের ক্যানসার উপশমে বিকল্প ওষুধ হিসেবে এক ধরনের ভেষজ মলম ব্যবহার করে মারাত্মক বিপাকে পড়েছেন যুক্তরাষ্ট্রের এক নারী। ওই ওষুধ ব্যবহারের তার নাক ও কপালে দেখা দিয়েছে মারাত্মক ক্ষত। ওই নারী তার মুখের ভয়াবহ অবস্থার ভিডিও চিত্র ওয়ার্ল্ড গ্রেটেস্ট মেডিকেল নামে একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে শেয়ার করেছেন।






ওই নারী জানান, ব্ল্যাক সাভ নামে একটি মলম তিনি তার ত্বকের ক্যানসার নিরাময়ে মুখমণ্ডলে ব্যবহার করেন। এই মলম ত্বকের টিস্যুর বিলীন করতে সহায়তা করে।দুর্ভাগ্যবশত, তার চিকিৎসা ভালোর আরও খারাপ আকার ধারণ করে। তার ত্বকে সবুজ রঙের খোসপাঁচড়া দেখা দেয়। কয়েক দিন পর তার ত্বক পুড়ে যায়। তার ত্বকের টিস্যু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং নাকের মধ্যে বিশাল গর্ত দেখা দেয়।     






১৯০০ সালের শুরুর দিকে ব্ল্যাক সাভ ওষুধটি আঁচিল এবং দাগ দূর করতে ব্যবহার করা হত। মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন এই ওষুধটিকে ত্বকের ক্যানসার চিকিৎসায় নকল ওষুধের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। তারা চেষ্টা করছে এই ওষুধটি ব্যবহার একেবারে বন্ধ করার জন্য। সূত্র: ডেকান ক্রনিক্যাল।  






(ঢাকাটাইমস/০১জুন/এসআই)