logo ০৯ জুলাই ২০২৫
স্থানভেদে মানুষের ওজন বাড়ে-কমে! কেন হয় জানেন?
ফিচার ডেস্ক
০১ জুন, ২০১৬ ২১:৫১:০৫
image



ঢাকা: মানুষের ওজন কি পৃথিবীর সব জায়গায় একই থাকে? আপনার ওজন ঢাকায় ৬০ কেজি হলে পৃথিবীর অন্যত্র যে ৬০ কেজিই হবে তার কোনো মানে নেই কিন্তু!এ বক্তব্যে অবাক হচ্ছেন পাঠক? সাময়িক সময়ের জন্য হতে পারেন, তবে এই বক্তব্যের একটা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা রয়েছে। আসুন সেই ব্যাখ্যাটাই জানার চেষ্টা করি আমরা।






পৃথিবীর একেক প্রান্তে মানুষের ওজন একেক রকম। এর সঙ্গে পানিহাওয়া বদলে যাওয়ার কোনও সম্পর্ক নেই। তাহলে কেন এমন হয়?






দেখা গেছে, মাধ্যাকর্ষণের প্রভাবে পাল্টে যায় ওজন! পৃথিবীর যে এলাকায় মাধ্যাকর্ষণের প্রভাব কম, সেখানে ওজন কমে যায়। এর ঠিক উল্টোটাও সঠিক।






শুনলে মনে হতে পারে অসম্ভব। কিন্তু কেমন সেই প্রভাব? ইকুয়েটর বা নিরক্ষরেখায় মাধ্যাকর্ষণ সবথেকে কম। ফলে ওজনও কম দেখায় এখানে। একইভাবে সমুদ্রের ট্রেঞ্চের ফলেও মাধ্যাকর্ষণ কমে যায়। সে কারণে কয়েকটি জায়গায় ওজন কম দেখায়।






আবার মেরু অঞ্চলে মাধ্যাকর্ষণ সবথেকে বেশি। আবার যেখানে খনিজের প্রাচুর্য রয়েছে বা পাহাড়ি এলাকায় একই ব্যাপার ঘটে। সেখানেও গ্র্যাভিটেশনাল পুল বেশি। ফলে সেখানে ওজন বেশি দেখায়।






তবে এ নিয়ে চিন্তা করবেন না। কেননা, বাড়ি ফিরে দেখবেন, আপনি আবার যে কে সেই।






(ঢাকাটাইমস/ ০১ জুন /এআর /ঘ.)