logo ২০ এপ্রিল ২০২৫
রাজশাহী পুলিশ কমিশনারসহ ৪ ডিআইজির দপ্তর বদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ জুন, ২০১৬ ২০:২১:৩৫
image




ঢাকা: রাজশাহীর পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুদ্দিনসহ চার ডিআইজি মর্যাদার কর্মকর্তার দপ্তর বদল করা হয়েছে। এদের মধ্যে রাজশাহীর পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুদ্দিকে রেলওয়ে রেঞ্জের ডিআইজি, রেলওয়ে রেঞ্জের ডিআইজি রুহুল আমিনকে বরিশাল মহানগর পুলিশ কমিশনার, বরিশাল মহানগর পুলিশ কমিশনার লুৎফর রহমানকে পুলিশ হাসপাতালের পরিচালক এবং ঢাকা মহানগরের পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলামকে রাজশাহীর কমিশনার পদে বদলি করা হয়েছে।



বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান এ তথ্য নিশ্চিত করে ঢাকাটাইমসকে বলেন, ‘রদবদলের অর্ডার হয়েছে, তবে অর্ডারটি এখনো হাতে পাইনি।’



(ঢাকাটাইমস/০৬জুন/এএ/এআর)