পুলিশের কনস্টেবল পদে চাকরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ জুন, ২০১৬ ১৬:০৪:৪৮

ঢাকা: কনস্টেবল পদে ১৫৫ জনবল নেবে বাংলাদেশ পুলিশ। সম্প্রতি জাতীয় দৈনিকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।
পদগুলোর মধ্যে কনস্টেবল (কুক-বাবুর্চি) পদে ৭৯ জন, কনস্টেবল (এনসিই-পরিচ্ছন্নতাকর্মী) পদে ৫৮ জন, কনস্টেবল (ইঅ্যান্ডবিআর-বুটমেকার) পদে ১১ জন, কনস্টেবল (টেইলার-দর্জি) পদে সাতজনকে নেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীদের অষ্টম শ্রেণি বা জেএসসি পাস হতে হবে। তবে প্রার্থী মাধ্যমিক পাস হলে অগ্রাধিকার পাবেন। এ ছাড়া সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকত হবে।
শারীরিক যোগ্যতা ও বয়স
প্রার্থীদের উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৩ ইঞ্চি হতে হবে। মুক্তিযোদ্ধা ও উপজাতি কোটার প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩১ ইঞ্চি হতে হবে। প্রার্থীদের ওজন উচ্চতা ও বয়স অনুযায়ী হতে হবে।
১ জুলাই-২০১৬ তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা কোটায় প্রার্থীরা ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।
বেতন ও ভাতা
পদটিতে বেতন দেয়া হবে নয় হাজার থেকে ২১ হাজার ৮০০ টাকা। পাশাপাশি থাকবে বিভিন্ন ভাতাসহ অন্যান্য সুবিধা।
ভর্তি প্রক্রিয়া
শারীরিক যোগ্যতা যাচাই, লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। আগ্রহী প্রার্থীদের ১০০ টাকা ট্রেজারি চালান ও অন্যান্য কাগজসহ পরীক্ষার জন্য উপস্থিত থাকতে পারবেন ঢাকার উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তর মাঠে (এপিবিএন মাঠ)। বাছাই পরীক্ষা শুরু হবে ১৭ জুলাই-২০১৬ তারিখে সকাল ৮টায়।
(ঢাকাটাইমস/১৭জুন/জেবি)