logo ১৯ এপ্রিল ২০২৫
রবিতে আকর্ষণীয় পদে চাকরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ জুন, ২০১৬ ১৩:৫৪:৪৮
image



ঢাকা: টেলিযোগাযোগ প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড এরিয়া ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে। আকর্ষণীয় এই পদটিতে নিয়োগের বিজ্ঞপ্তি সম্প্রতি লিংকডইনে প্রকাশিত হয়েছে।






যোগ্যতা






যেকোনো বিষয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। পাশাপাশি ছয় থেকে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এসব যোগ্যতা ছাড়াও প্রার্থীকে বাংলা ও ইংরেজিতে পারদর্শী, সৃজনশীল, দলগতভাবে কাজ করতে দক্ষ এবং স্বপ্রণোদিত হতে হবে।






আবেদন প্রক্রিয়া






আগ্রহী প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন লিংকডইন ডটকমের মাধ্যমে। বিস্তারিত জানতে রবি আজিয়াটা লিমিটেড প্রকাশিত বিজ্ঞাপনটি https://www.linkedin.com/jobs2/view/139336370?trk=job_view_browse_map এই লিঙ্কে দেখে নিতে পারেন।






(ঢাকাটাইমস/০২জুন/জেবি)