logo ১৯ এপ্রিল ২০২৫
যমুন গ্রুপে ছয় পদে চাকরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ জুন, ২০১৬ ১০:১১:৪৫
image



ঢাকা: যমুনা গ্রুপ ছয়টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গ্রুপটির গাজীপুরস্থ অঙ্গ প্রতিষ্ঠানসমূহে এই নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ৭ দিনের মধ্যে আবেদন করতে পারবেন।



ম্যানেজার/এক্সিকিউটিভ, অডিট



এই পদটিতে আবেদনের জন্য অ্যাকাউন্টিং বা ফিন্যান্সে স্নাতকোত্তর/এমবিএ/সিএ লাগবে। অভিজ্ঞতা তিন থেকে ছয় বছর।



ম্যানেজার, ইউটিলিটি



এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা স্নাতক। অভিজ্ঞতা কমপক্ষে ছয় বছর।






ম্যানেজার, ফায়ার অ্যান্ড সেফটি



এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা স্নাতক। অভিজ্ঞতা কমপক্ষে ছয় বছর।






স্টোর কিপার



এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা স্নাতক। অভিজ্ঞতা কমপক্ষে চার বছর।



ইলেকট্রিশিয়ান



এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা। অভিজ্ঞতা কমপক্ষে চার বছর।



মেকানিক



এই পদটিতে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা লাগবে। অভিজ্ঞতা কমপক্ষে চার বছর।



যা যা প্রয়োজন: জীবন-বৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতার সনদপত্রের অনুলিপি।



আবেদনের ঠিকানা: মহাব্যবস্থাপক, প্রশাসন ও মানবসম্পদ, যমুনা গ্রুপ, যমুনা ফিউচার পার্ক, ক-২৪৪, প্রগতি সরণি, কুড়িল, বারিধারা, ঢাকা-১২২৯ অথবা [email protected] ঠিকানায় পাঠাতে হবে।






(ঢাকাটাইমস/০১জুন/জেবি)