কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে চাকরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩১ মে, ২০১৬ ২২:১৫:৫৫
ঢাকা: খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপসহকারী কৃষি কর্মকর্তা পদে এক হাজার ৪৭৯ জনকে নিয়োগ দেবে। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
পদটিতে আবেদনের জন্য প্রার্থীদের স্বীকৃত ইনস্টিটিউট থেকে কৃষি বিজ্ঞানে চার বছর মেয়াদি ডিপ্লোমা পাস হতে হবে।
বয়স
আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। এ ক্ষেত্রে প্রার্থীদের জন্মতারিখ সর্বোচ্চ ৩০ মে, ১৯৯৮ থেকে সর্বনিম্ন ৩০ মে, ১৯৮৬-এর মধ্যে হতে হবে। তবে এই বয়সসীমা মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। সে ক্ষেত্রে তাদের জন্ম তারিখ সর্বোচ্চ ৩০ মে, ১৯৯৮ থেকে সর্বনিম্ন ৩০ মে, ১৯৮৪-এর মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা সন্তানদের পুত্র-কন্যার ক্ষেত্রে আবেদনের বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে।
আবেদন প্রক্রিয়া
পদটিতে আবেদন করা যাবে www.dae.teletalk.com.bd অথবা www.dae.gov.bd ওয়েবসাইট থিকানার মাধ্যমে। আবেদন করা যাবে ১ জুন থেকে ৩০ জুন, ২০১৬ তারিখ পর্যন্ত।
(ঢাকাটাইমস/৩১মে/জেবি)