logo ০৮ জুলাই ২০২৫
শরীরের বিভিন্ন স্থানে লোম থাকার কী সুবিধা জানেন?
ঢাকাটাইমস ডেস্ক
১৮ জুন, ২০১৬ ১১:৪৩:০০
image



শরীরে বিভিন্ন স্থানে অনেক লোম থাকে। এ নিয়ে অবশ্য কেউ বেশ বিব্রতও হন, লজ্জাও পান। কিন্তু শরীরের বিভিন্ন অংশে লোম থাকার অনেক উপকারিতা রয়েছে তা জানেন কি?  শরীরের বিভিন্ন অংশে লোম এবং চুল থাকলে অনেক রোগ ভোগ থেকে দূরে থাকা যায়। এই সম্পর্কে না জানা থাকলে জেনে নিন।






-মাথায় চুল থাকায় রোদ এবং ঠান্ডার হাত থেকে স্ক্যাল্প সুরক্ষিত থাকে।






-ভ্রুতে লোম থাকায় কপালে জল পড়লে সেই জল কপাল ছাপিয়ে চোখের দিকে আসতে পারে না। খানিকটা জল ভ্রতে আটকে যায়।






-চোখের উপর ঘন পাতায় ধুলো-বালি আটকে যায়।






-নাকে লোম থাকলে ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, ধুলো-বালি নাকে সরাসরি ঢুকতে পারে না।






-দাড়ি থাকলে মুখের ত্বক অনেক ভালো থাকে।






-বুকে লোম থাকাতেও ধুলোর হাত থেকে ত্বক রক্ষা পায়। এছাড়া বুকের লোম পরিণত-ব্যাক্তিত্বের চিহ্নও বটে।






-বগলে চুল থাকলে বগলের ত্বকের শুষ্কতা বজায় থাকে। এরই সঙ্গে বগলে দূর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া কম তৈরি হয়।






-হাত কিংবা পায়ে লোম থাকায় বিষাক্ত কিছু সরাসরি হাতে-পায়ে লাগতে পারে না।






গোপনাঙ্গের উপর লোম থাকলে শরীর খানিকটা উষ্ণ হয়।






(ঢাকাটাইমস/১৮জুন/জেডএ)