সঙ্কট নিরসনে রেলে জনবল নিয়োগ চলছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ জুন, ২০১৬ ১৩:৪১:৫৫
ঢাকা: রেলপথমন্ত্রী মুজিবুল হক জানিয়েছেন, রেলওয়ের প্রয়োজনীয় জনবল নিয়োগ ও বিদ্যমান সঙ্কট দূরীকরণের লক্ষ্যে জনবল নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে।
শনিবার জাতীয় সংসদে সরকার দলীয় সাংসদ এম আবদুল লতিফের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
রেলপথমন্ত্রী বলেন, ১৯৮৫ থেকে ১৯৯৫ পর্যন্ত সময়কালে পরিকল্পিত ও নিয়মিত নিয়োগ বন্ধ ছিল। তৎকালীন সরকারি নির্দেশে ১৯৯২ সালে ১০ হাজার ৯৩ জন দক্ষ কর্মকর্তা কর্মচারিকে গোল্ডেন হ্যান্ডশেক এর আওতায় স্বেচ্ছায় অবসর প্রদান করায় এবং স্বাভাবিক নিয়মে কর্মকর্তা বা কর্মচারীগণ অবসর গ্রহণ করায় রেলওয়ের সর্বস্তরের জনবলের সঙ্কট সৃষ্টি হয়। এর ফলে ট্রেনের দৈনন্দিন অপারেশনাল কার্যক্রম পরিচালনা করা কষ্টসাধ্য হয়ে পড়ে।
তিনি জানান, বর্তমানে বেশ কিছু সংখ্যক পদে জনবল নিয়োগ করায় ট্রেনের সময়ানুবর্তিতা প্রায় স্বাভাবিক পর্যায়ে এসেছে।
(ঢাকাটাইমস/১৮জুন/টিএ/এমএম)