logo ২০ এপ্রিল ২০২৫
৩০তম বিসিএসের আহ্বায়ক কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
১৮ জুন, ২০১৬ ১৭:৪৬:৫১
image



ঢাকা: বাংলাদেশ সার্ভিস কমিশনের (বিসিএস) ৩০তম ব্যাচের কর্মকর্তাদের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর অফিসার্স ক্লাবে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দপূর্ণ পরিবেশে এ কমিটি গঠন করা হয়।






ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের জেষ্ঠ সহকারী কমিশনার নাজমুস সাকিব খানকে আহ্বায়ক ও প্রশাসন ক্যাডারের আশরাফুল আলম ইকবালকে সদস্যসচিব করা হয়েছে।






কমিটির অন্য সদস্যরা হলেন: কাস্টমস ক্যাডারের সাইদুল ইসলাম, মৎস ক্যাডারের জুয়েল শেখ, পলাশ বাগচি (অডিট), ট্যাক্স ক্যাডারের মোহিদুল ইসলাম, সওজের মো. আলী, শিক্ষা ক্যাডারের তারিকুল ইসলাম ও স্বাস্থ্য ক্যাডারের ডা. সোহাগ। আগামী তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন ও সব ক্যাডারের তথ্য সংগ্রহ ও গঠনতন্ত্র প্রণয়নই হবে এই আহ্বায়ক কমিটির মূল কাজ বলে জানিয়েছেন আহ্বায়ক নাজমুস সাকিব খান।






অফিসার্স ক্লাবের ৩০তম বিসিএস আয়োজিত এক ইফতার পার্টির পরে এ কমিটি গঠিত হয়। এ সময় অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইব্রাহিম হোসেন খান উপস্থিত ছিলেন।






(ঢাকাটাইমস/১৮জুন/এএ/জেবি)