logo ২২ এপ্রিল ২০২৫
একনেকে আট প্রকল্প অনুমোদন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ জুলাই, ২০১৬ ১৪:১০:১৫
image



ঢাকা: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সাত হাজার ৮৬৮ কোটি টাকার আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে।






আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপাসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।  বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অনুমোদিত প্রকল্পের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।






পরিকল্পনামন্ত্রী বলেন, একনেক সভায় মোট ৮টি প্রকল্পে অনুমোদন দেয়া হয়েছে। যা বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে সাত হাজার ৮৬৮ কোটি ৩ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে তিন হাজার ২৬ কোটি ৭২ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল থেকে ৫৩৯ কোটি ৬৩ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে চার হাজার ৩০১ কোটি ৬৮ লাখ টাকা যোগান দেয়া হবে।






মন্ত্রী বলেন, সরকার বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাসের ব্যবহার কমিয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। পাওয়ার সিস্টেম মাস্টার প্লান (২০১০) অনুসারে জাইকার অর্থায়নে মাতারবাড়িতে কয়লাভিত্তিক এক হাজার ২০০ মেঘাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ বাস্তবায়নাধীন রয়েছে।






একনেক সভায় অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো, এক হাজার ৯০ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ারড পাওয়ার (২) পিজিসিবি অংশ, মাতারবাড়ি-মদুনাঘাট ৪০০ কেভি সঞ্চালন লাইন প্রকল্প, ৪১১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ঠাকুরগাঁও চিনিকলের পুরাতন যন্ত্রপাতি প্রতিস্থাপন এবং সুগার বিট থেকে চিনি উৎপাদনের প্রয়োজনীয় যন্ত্রপাতি সংযোজন প্রকল্প, ৭৯৫ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে শিশু ও মাতৃস্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন কম্পোনেন্ট-২ দেশের ৭টি বিভাগীয় মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডায়াগনস্টিক ইমেজিং ব্যবস্থার আধুনিকরণ প্রকল্প, ৩৫২ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন (২য় পর্যায়) প্রকল্প, ৩২২ কোটি এক লাখ টাকা ব্যয়ে তারাইল-পাঁচুরিয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ (২য় পর্যায়) প্রকল্প, ২৬৮ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে পদ্মা নদীর ভাঙন হতে রাজশাহী মহানগরীর অন্তর্ভুক্ত সোনাইকান্দি-বুলনপুর পর্যন্ত এলাকা রক্ষা প্রকল্প এবং ৬০ কোটি টাকা টাকা ব্যয়ে ঢাকা ওয়াসার সায়েদাবাদ ফেজ-৩ প্রকল্পের ফ্রেমওয়ার্কের আওতায় ঢাকা মহনগরীর লো ইনকাম কমিউনিটি (এলআইসি) এলাকার ঢাকা ওয়াসার পানি সরবরাহ সেবার মান উন্নয়ন এবং ঢাকা ওয়াসার ফাইন্যান্সিয়াল মডেলিং ও কারিগরি সক্ষমতা উন্নয়ন প্রকল্প।






(ঢাকাটাইমস/২১জুলাই/এইচআর/জেবি)