logo ২২ এপ্রিল ২০২৫
মূল্যস্ফীতি ৫.৮% টার্গেটে আসছে নতুন মুদ্রানীতি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ জুলাই, ২০১৬ ২২:৫২:২৫
image



ঢাকা: চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথমার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করা হচ্ছে আগামী ২৬ জুলাই। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ফজলে কবীর মুদ্রানীতি ঘোষণা করবেন। এ ব্যাপারে প্রায় সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে।






কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. বিরূপাক্ষ পাল এর সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেছেন, নতুন এই মুদ্রানীতি প্রণয়নের প্রায় সব কাজ সম্পন্ন করে ফেলেছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।






জানা গেছে, গতবারেরটা মাথায় রেখেই এবারের মুদ্রানীতি প্রণয়ন করা হচ্ছে। এই মুদ্রানীতির ধরন হবে ‘প্রবৃদ্ধি সহায়ক ও  বিনিয়োগবান্ধব’। তবে মূল্যস্ফীতি ৫ দশমিক ৮ শতাংশে মধ্যে রাখার লক্ষ্য থাকবে এতে। সেই সঙ্গে জাতীয় বাজেটের ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধিকে মাথায় রেখেই প্রবৃদ্ধি সহায়ক মুদ্রানীতি প্রণয়ণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।






বাংলাদেশ ব্যাংকের ঘোষিত গত মুদ্রানীতিতে জুন পর্যন্ত বেসরকারিখাতে ঋণ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছিল ১৪ দশমিক ৮০ শতাংশ।  অবশ্য নির্ধারিত সময়ের পাঁচমাস আগে এই প্রবৃদ্ধি অর্জন হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মে মাসের শেষে বেসরকারিখাতে ঋণ প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৬ দশমিক ৪০ শতাংশ।






কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন, জুন শেষে বেসরকারিখাতে ঋণ প্রবৃদ্ধি সাড়ে ১৬ শতাংশ ছাড়িয়ে যাবে।






এ কারণে সাবেক গভর্নর ড. আতিউর রহমানের সর্বশেষ ঘোষিত মুদ্রানীতিতে বেসরকারিখাতে ঋণ প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, তার চেয়ে অন্তত ৩ শতাংশ বেশি ঋণ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হবে নতুন মুদ্রানীতিতে।






(ঢাকাটাইমস/১৯ জুলাই/ এআর /ঘ.)