শনিবার ব্যাংক খোলা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ জুলাই, ২০১৬ ২১:২৭:০৯
ঢাকা: আগামীকাল শনিবার ব্যাংক খোলা থাকছে। সকাল ১০টা থেকে বিকাল ছয়টা পর্যন্ত যথারীতি অফিস চলবে।গত চার জুলাই ঈদের আগে সরকারের নির্বাহী আদেশে ব্যাংক বন্ধ ছিল এবং তার পরিবর্তে শনিবার ব্যাংক খোলা রাখার শর্ত ছিল।সেই আলোকে কেন্দ্রীয় ব্যাংক সকল তফসিলি ব্যাংক খোলা রাখার সার্কুলার জারি করে বৃহস্পতিবার।
এবার ৬ জুলাই ঈদুল ফিতর ধরে ৫, ৬ ও ৭ জুলাই ঈদের ছুটি নির্ধারিত ছিল। আর ৩ জুলাই ছিল শবে কদরের ছুটি। ঈদের আগে শুধু শবে কদরের ছুটির পরদিন ৪ জুলাই অফিস খোলা ছিল। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর নির্বাহী ক্ষমতাবলে ৪ জুলাই ওই ছুটি ঘোষণা করেন। এর ফলে এবার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশপাশি ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরাও ১ জুলাই থেকে টানা নয়দিন ছুটি পান।
(ঢাকাটাইমস/ ১৫ জুলাই /এআর/ ঘ.)