logo ২২ এপ্রিল ২০২৫
গুলশান হামলা বিনিয়োগে প্রভাব ফেলবে না
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ জুলাই, ২০১৬ ১৬:০৪:০৭
image



ঢাকা: গুলশানের আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলা দেশের অর্থনীতি ও বিনিয়োগে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।






সোমবার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।






গত ১ জুলাই গুলশানের আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ ২০ জন নিহত হয়। হামলার পর বাংলাদেশের অর্থনীতিতে বিদেশি বিনিয়োগ কমে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়। এছাড়া জঙ্গি হামলার পর জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা বাংলাদেশ থেকে তাদের সব কর্মকাণ্ড গুটিয়ে নিতে পারে বলে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানায়। পরে সংস্থাটির প্রেসিডেন্ট শিনিচি কিতাওয়াকা এসব গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেন, আগের মতোই বাংলাদেশের পাশে থাকবে জাইকা।






অর্থমন্ত্রী বলেন, গুলশানের ঘটনাকে কেন্দ্র করে যারা বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যে স্থবিরতার আশঙ্কার কথা বলছেন, তারা টোটালি রাবিশ।






এসময় মুচকি হেসে তিনি বলেন, জঙ্গি হামলায় নয়, বরং এবারের ঈদে যে টানা ১০ দিনের ছুটি হয়েছে, তাতেই অর্থনীতির বেশি ক্ষতি হয়েছে।






আব্দুল মুহিত বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সাবেক গভর্নর ফরাস উদ্দিনের নেতৃত্বে গঠিত কমিটির রিপোর্ট পর্যালোচনা করে চূড়ান্ত করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই তা প্রকাশ করা হবে। 






এছাড়া সোনালী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলেও জানান অর্থমন্ত্রী।






(ঢাকাটাইমস/১১জুলাই/এমআর)