logo ২২ এপ্রিল ২০২৫
জমে উঠেছে শেষ মুহূর্তের কেনাকাটা
হাবিবুর রহমান, ঢাকাটাইমস
০৬ জুলাই, ২০১৬ ২০:১২:৫৯
image



ঢাকা: রাত পোহালেই পবিত্র ঈদুল ফিতর। ঢাকার বাইরে যারা ঈদ করবেন তাদের বেশির ভাগ ইতোমধ্যে চলে গেছেন গ্রামের বাড়িতে। তবে এখনো ঢাকায় রয়ে গেছেন প্রচুর লোক। তাই রাজধানীর মার্কেটগুলোতে উপচেপড়া দৃশ্য দেখা না গেলেও মোটামুটি ভালোই ভিড় লক্ষ্য করা গেছে। যারা ঈদে ঢাকায় থাকছেন তারা এবার কেনাকাটায় ব্যস্ত। বুধবার রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। শেষ মুহূর্তের বেচাবিক্রিতে সন্তুষ্ট বিক্রেতারাও। 






বুধবার রাজধানীর বসুন্ধরা সিটি, মোহাম্মদপুর কৃষি মার্কেট, মোহাম্মদুপর টাউনহল মার্কেট, মোল্লা শপিং সেন্টার, বেইলী রোড, শাহবাগ আজিজ সুপার মার্কেট, এলিফ্যান্ট রোড, নিউমার্কেট, গাউছিয়া, চাঁদনী চক মার্কেট, ঢাকা কলেজের সামনে গড়ে ওঠা বিভিন্ন মার্কেটসহ ধানমন্ডি, মিরপুর, মিরপুর বেনারসী পল্লি, গুলশান, বনানী, উত্তরার প্রায় সব ধরনের মার্কেটে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। বৃষ্টি উপেক্ষা করে নগরবাসী ঈদের কেনাকাটা করেছেন।






রাজধানী সুপার মার্কেটে মেয়েদের পোশাকের সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন তৈয়ব আলী। কথা হলো তার সঙ্গে। তিনি জানান, তার দোকানে ১৫ ধরনের দেশি-বিদেশি থ্রি-পিচ রয়েছে। এসব থ্রি-পিচের দাম ৯০০ থেকে আড়াই হাজার টাকা মধ্যে।






তিনি জানান, ঈদের শেষ মূহূর্তের কেনাকাটায় মার্কেটে পুরুষদের তুলনায় নারীদের ভিড় বেশি। বিক্রির পরিমাণও নারীদের জিনিসেরই বেশি। তার মতে, ঈদ বাজারে মোট বিক্রির ৬০ শতাংশের ওপরে নারীদের সামগ্রী। তিনি জানান, যারা ঈদে ঢাকার বাইরে যাননি তারাই এখন কেনাকাটা করছেন।






নিউ মার্কেটের মেয়েদের পোশাক বিক্রেতা কালাম খান জানান, ঈদ বাজারে ছেলেদের তুলনায় মেয়েদের সামগ্রীই বেশি বিক্রি হয়। আজ শেষ বিক্রি, তাই রাত দুইটা পর্যন্ত বিক্রি চলবে। 






আবু হেনা নামের এক লোক এসেছেন নিউ মার্কেটে কেনাকাটা করতে। তিনি একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করেন। ঈদে গ্রামের বাড়িতে যাননি। তাই পরিবার নিয়ে এসেছেন শেষ মুহূর্তে কেনাকাটা সারতে।






তিনি জানান, আগের তুলনায় ভিড় কিছুটা কমেছে, তাই কেনাকাটা করে ভালো লাগছে। তবে তিনি জানান, ভালো জিনিস বেশির ভাগই বিক্রি হয়ে গেছে। এখন পছন্দসই জিনিস পাওয়া যাচ্ছে না।






(ঢাকাটাইমস/০৬জুলাই/এইচআর/জেবি)