‘ক্রেতারা উদ্বিগ্ন নয় বরং হতবাক’
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ জুলাই, ২০১৬ ২১:২৩:৪১

ঢাকা: বাংলাদেশের পোশাক উৎপাদন ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মো. সিদ্দিকুর রহমান জানিয়েছেন, গুলশানের রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় বাংলাদেশের ক্রেতাদের আস্থা নষ্ট করতে পারেনি বরং এ জঘন্য হত্যাকাণ্ড তাদেরকে বিস্মিত করেছে।
ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাক খাতের সার্বিক পরিস্থিতিতে বর্ণনা করতে গিয়ে রাজধানীর বিজিএমইএ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সোমবার এ কথা জানান।
বিজিএমইএ সভাপতি বলেন, ‘আমি ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে বলেছে যে জিম্মি ও নৃশংস হত্যাকাণ্ডে তারা উদ্বিগ্ন নয়, কিন্তু এতে তারা হতবাক হয়েছেন।’
মো. সিদ্দিকুর রহমান বলেন, ক্রেতারা ইতিমধ্যে তাকে আশ্বস্ত করেছেন যে, তারা সন্ত্রাসী আক্রমণের ফলে তাদের অর্ডার বাতিল করবে না।
গত শুক্রবার রাজধানীর গুলশান এলাকার একটি ক্যাফে বর্বরোচিত সন্ত্রাসী হামলায় ২৮ জন নিহত হয়। এতে জিম্মিদের মধ্যে ২০জনকে হত্যা করা হয়, যাদের অধিকাংশ বিদেশি নাগরিক ছিল।
বিজিএমইএ সভাপতি জানান, নিহত ইতালীয় নাগরিকরা আরএমজি ক্রেতা ছিল এবং যাদের অধিকাংশই বাংলাদেশে দীঘদিন ধরে বাস করছিল। আরো একজন নিহত ব্যক্তি ছিলেন ভারতীয়, তার বাবা এখানে আরএমজি ব্যবসায় জড়িত।
এক প্রশ্নের জবাবে রহমান বলেন, এর প্রভাব পরে বোঝা যাবে, কিন্তু এখনো এই প্রসঙ্গে মন্তব্য করার সময় আসেনি।
তিনি আশা প্রকাশ করেন, সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, যেন বাংলাদেশে এই ধরনের বর্বরোচিত হামলার পুনরাবৃত্তি না হয়।
তিনি আরও বলেন, শ্রমিক ভাই বোনেরা যাতে আনন্দের সঙ্গে ঈদ পালন করতে পারে সে জন্য ইতোমধ্যে ৯৯ দশমিক ৯৫ শতাংশ কারখানায় উৎসব ভাতা প্রদান করা হয়েছে। বাকিগুলোতে আজকের মধ্যে হয়ে যাবে।
তিনি, নয় দিনের ছুটিতে রপ্তানিমুখী অঞ্চলে কাস্টমস হাউস, ব্যাংক ও অন্যান্য অফিস প্রয়োজনীয় সময়ে খোলা রেখে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখার সিদ্ধান্তের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
(ঢাকাটাইমস/০৪জুলাই/জেবি)