logo ২২ এপ্রিল ২০২৫
দাম বেড়েছে মাংস-মসলা-চিনির
মোসাদ্দেক বশির, ঢাকাটাইমস
০১ জুলাই, ২০১৬ ১৭:২৭:৫৭
image




ঢাকা: ঈদুল ফিতর সামনে রেখে বেড়েছে সব ধরনের মাছ, মাংস ও মসলার দাম। ঈদের সবচেয়ে দাহিদাসম্পন্ন পণ্য চিনির দাম লাগামহীন। সবজির বাজার স্বাভাবিক রয়েছে। ঈদের আগে শেষ শুক্রবার হওয়ায় আজ ব্যাপক ভিড় দেখা গেছে মশলা ও কাঁচাবাজারে।



রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি খাসির মাংস বিক্রি হচ্ছে ৬৫০ টাকায়, গরুর মাংস ৪৫০ টাকায়। বয়লার মুরগির দাম আগের চেয়ে কমে প্রতি কেজি বক্রি হচ্ছে ১৬৫ টাকায়। গত সপ্তাহে প্রতি কেজি বয়লার বিক্রি হয়েছে ১৮০ টাকায়।



প্রায় সব ধরনের মাছের দাম বেড়েছে। ৬০০ থেকে ৭০০ গ্রাম ওজনের প্রতি জোড়া ইলিশ বিক্রি হয় দুই হাজার টাকায়। ৯০০ গ্রাম ওজনের প্রতিটি ইলিশ বিক্রি হয় এক হাজার টাকায়।



ঈদ সামনে রেখে সবচেয়ে বেশি দাম বেড়েছে মসলার। প্রায় সব ধরনের মসলার দাম বেড়েছে। প্রতি কেজি এলাচ বিক্রি হচ্ছে ১৪০০ টাকায়, লবঙ্গ ১৩০০ টাকায়,  দারুচিনি ২৫০ টাকায়। চিকন আদা ১৬০ টাকা কেজি, মোটা ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।  



ঈদ উৎসবে প্রধান মিষ্টান্ন সেমাই, ফিরনি-পায়েস। প্রতি কেজি সেমাই বিক্রি হচ্ছে ৬০ টাকা, লাচ্ছা ১২০ টাকা। ফিরনি-পায়েস তৈরির প্রধান উপাদান চিনির দাম এখন লাগামহীন। প্রতিদিনই বাড়ছে চিনির দাম। প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৭০ টাকায়। খোসা ছাড়ানো বাদাম বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০ টাকায়। কিসমিস ৪০০ টাকা।



সবজির বাজারে দামের খুব একটা হেরফের হয়নি। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২৫ টাকায়, বেগুন ৫০ টাকা, করল্লা ৩৫, পটল ২৫, চিচিংগা ২৫, ঢেঁড়স ৩০, কাঁচা মরিচ ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ টাকা, আর ভারতীয় পেঁয়াজ ৩০ টাকা। দেশি রসুন ১০০ টাকায়, ভারতীয় ১৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে।



(ঢাকাটাইমস/১ জুলাই/মোআ)