logo ১৪ মে ২০২৫
কিছু সংশোধনী এনে বাজেট পাস হচ্ছে আজ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ জুন, ২০১৬ ১০:৩৩:২০
image



ঢাকা: রপ্তানি আয়ের উপর উৎসে করের হার কমানো, তথ্যপ্রযুক্তি খাতের পণ্য, সিম কার্ড, স্মার্ট কার্ড, ফাইবার অপটিক কেবল তৈরির কাঁচামালের উপর আরোপিত শুল্ককর কমানোসহ বেশ কিছু সংশোধনী এনে বৃহস্পতিবার পাস হতে যাচ্ছে ২০১৬-২০১৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট। গতকাল সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাধারণ আলোচনার মধ্য দিয়ে বাজেটের উপর আলোচনা শেষ হয়। বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সংসদে প্রস্তাবিত ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট পাসের প্রস্তাব করবেন।






এরপর আলোচনার প্রেক্ষিতে প্রস্তাবিত বাজেটের কিছু বিষয়ে সংযোজন-বিয়োজন হতে পারে। বাজেট পাসের পর ১৬ দিন সংসদ অধিবেশনের বিরতি দেয়া হবে। বিরতি শেষে আগামী ১৭ জুলাই চলতি অধিবেশন শেষ হবে ২৮ জুলাই।






গত ২ জুন জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের জন্য তিন লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট জাতীয় সংসদের সামনে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রস্তাবিত বাজেটের ব্যয় ২০১৫-১৬ অর্থবছরের মূল বাজেটের চেয়ে সাড়ে ১৫ শতাংশ এবং সংশোধিত বাজেটের চেয়ে ২৯ শতাংশ বেশি।






প্রায় সাড়ে তিন লাখ কোটি টাকার এই বাজেটের মধ্যে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৭ হাজার ২৭ কোটি টাকা; যার এক লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকা যাবে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি)। আর অনুন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২ লাখ ১৫ হাজার ৭৪৪ কোটি টাকা, যা বিদায়ী অর্থবছরের বাজেটের চেয়ে ৩২ শতাংশ বেশি।






অনুন্নয়ন ব্যয়ের বড় একটি অংশ যাবে প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন-ভাতা এবং পেনশনে। এর পেছনে ব্যয় হবে ৫০ হাজার ৭৭৫ কোটি টাকা। এছাড়া বিদেশি ঋণের পুঞ্জীভূত সুদ মেটানোর দায়ও রয়েছে। গত ৮ জুন প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হয়। আলোচনায় সংসদ সদস্যরা অংশ নেন।






(ঢাকাটাইমস/৩০জুন/এমআর)