logo ২২ এপ্রিল ২০২৫
বৈচিত্র্যপূর্ণ দেশি পোশাকের সমাহার আজিজ মার্কেটে
শামসুদ্দোহা
২৮ জুন, ২০১৬ ২২:১৬:১৯
image



ঢাকা: রাজধানীতে দেশি পোশাকের ফ্যাশন হাউসগুলোর একটা বড় অংশের শোরুম রয়েছে শাহবাগের আজিজ মার্কেটে। বৈচিত্র্যপূর্ণ ডিজাইন ও কাজের বিভিন্ন পোশাক মেলে এখানে। একটা বিশেষ শ্রেণির ক্রেতার পোশাক কেনাকাটার প্রথম পছন্দের জায়গা এটি।






ঈদ সামনে রেখে বরাবরের মতো নানা বৈচিত্র্যের পোশাকের সমাহার ঘটেছে এখানকার ফ্যাশন হাউসগুলো। ক্রেতাদের স্বাগত জানাতে মার্কেট সাজানো হয়েছে নানা রঙে। সন্ধ্যার পর জ্বলছে মিটিমিটি তারাবাতি।






মার্কেট ঘুরে দেখা যায়, সাধ আর সাধ্যের মধ্যে ভালোই পোশাকের মেলা ঘটিয়েছে বিভিন্ন বুটিকস হাউস। উচ্চ থেকে মধ্যবিত্ত শ্রেণীর মানুষের আনাগোনা বেশি। তবে দোকানিরা বলছেন, ঈদ ঘিরে যেমন বেচাবিক্রির আশা করেছিলেন তারা, তা এবার হয়নি। 






সিনথিয়া হাসান। একটি বেসরকারি ব্যাংকের সিনিয়র অফিসার। তিন ছেলে-মেয়ে নিয়ে এসেছেন ঈদ মার্কেট করতে। ছোট ছেলে রাফিন জানালেন, তিনি সব সময় এখান থেকেই পাঞ্জাবি কিনে থাকেন। মা সিনথিয়া কথা টেনে নিয়ে বলেন, “ও তো এই মার্কেট ছাড়া অন্য কোথা থেকে পাঞ্জাবি কিনবেই না। আসলে এই মার্কেটের পোশাক ডিজাইন সত্যিই অসাধারণ।”   






এই মার্কেটের উল্লেখযোগ্য ফ্যাশন হাউসগুলোর মধ্যে রয়েছে নবরূপ, ইজি, খেয়া, জোনাকি, কৃষ্ণকলি, অর্ণব, নববী, ইমেজ, আরশি, শাল মহুয়া, দেশাল, ১৯৭১, বাঙ্গাল, মেঠোপথ, লন্ঠন, সমীকরণ, অন্যরকম, বৃত্ত, সাতকাহন, আব্রু, ব্যতিক্রম, প্রচ্ছদ, উৎসব ফ্যাশন, বিহঙ্গ, আবির্ভাব, মেঘ, বরণ, বার্ডস আই, নহলী, নক্ষত্র ইত্যাদি।






দোতলার অন্যরকম শোরুম থেকে থ্রি পিস কিনছিলেন ইডেন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস। ঈদের কেনাকাটা সম্পর্কে জানতে চাইলে ফেরদৌস বলেন, “দুই বছর ধরে আজিজ থেকে ঈদ মার্কেট করছি। এখানকার পোশাকের ডিজাইনটা সবচেয়ে ভালো লাগে। তাই অন্য কোথাও না গিয়ে এখানেই শপিং করি।”   






এবার মার্কেটে কী ধরনের পোশাক বেশি চলছে জানতে চাইলে নবরূপের স্বত্বাধিকারী জসিম বলেন, এই মার্কেটে ঈদে ছেলেরা পাঞ্জাবি, শার্ট এ দুটোতেই বেশি আগ্রহ দেখাচ্ছে। তবে মেয়েরা এবার থ্রি পিস, টপস, কটি কিনছে বেশি। থ্রি পিসের সর্বোচ্চ মূল্য ২৮০০-৩০০০। পাঞ্জাবি সর্বোচ্চ ২৫০০ টাকায় ও  শার্ট ১৮০০-২০০০ এর মধ্যে বিক্রি  হচ্ছে। বাচ্চাদের টি-শার্ট, পাঞ্জাবি সর্বোচ্চ ৫০০-৮০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।






দেশি পোশাকের পাশাপাশি কোনো কোনো দোকানে ভারতের কিছু থ্রি-পিস ও পাঞ্জাবি পাওয়া যায়। এর মধ্যে পাঞ্জাবির কিছুটা চাহিদা আছে বলে জানান দোকানিরা। 






তবে অন্যান্য ঈদের তুলনায় এবার বেচাকেনা কম বলে জানালেন মার্কেটের অধিকাংশ ব্যবসায়ী। নবরূপের জসিম উদ্দিন জানান, এবার ঈদের ছুটি বেশি পাওয়ায় সবাই আগেভাগে ঢাকা ছাড়ছে। ফলে কেনা-বেচায় এর একটা প্রভাব পড়ছে।






সাধারণত মার্কেটের কেনাবেচা হয় সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। তবে ঈদ ঘিরে এখন রাত ১২-১টা পর্যন্ত খোলা থাকে আজিজ মার্কেট।






(ঢাকাটাইমস/২৮জুন/মোআ)