logo ২৩ এপ্রিল ২০২৫
গ্যাসের মূল্য বৃদ্ধির পরিকল্পনায় ডিসিসিআই’র উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ জুন, ২০১৬ ১৭:০৩:০৭
image



ঢাকা: মাত্র ৯ মাসের ব্যবধানে আবারো গ্যাসের মূল্য বৃদ্ধির পরিকল্পনা সম্পর্কিত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আজ সোমবার ডিসিসিআইয়ের মহাসচিব এএইচএম রেজাউল কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।






বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট এর জন্য ব্যবহৃত প্রতি ঘনফুট গ্যাসের মূল্য প্রায় ১৪০ শতাংশ, গৃহস্থালীতে ব্যবহার্য গ্যাসের মূল্য ৮৫ শতাংশ, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের মূল্য (সিএনজি) ৮৩ শতাংশ এবং বাণিজ্যিকভাবে ব্যবহৃত গ্যাসের মূল্য ৭২ শতাংশ বৃদ্ধির সম্ভাব্য পরিকল্পনা করছে সরকার। গ্যাস উৎপাদান ও সরবরাহের এ সংকটকালে সর্বোচ্চ প্রস্তাবিত ১৪০ শতাংশ মূল্য বৃদ্ধি দেশের তৈরি পোশাক রপ্তানি, চামড়া শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, বিদুৎ উৎপাদন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ অন্যান্য গ্যাসনির্ভর শিল্প-কলকারখানার উৎপাদনকে ব্যাহত করবে বলে মনে করে ডিসিসিআই। এর প্রভাবে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ নিরুৎসাহিত হতে পারে।






বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের মূল্য পুনরায় বৃদ্ধি করা হলে তৈরি পোশাক খাত এবং অন্যান্য আমদানি বিকল্প রপ্তানিনির্ভর শিল্প পণ্যের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় তাদের আন্তর্জাতিক বাজারে টিকে থাকার সম্ভাবনা কমে আসবে। বাণিজ্যিক পরিবহন খাতে এর প্রভাব পড়ার কারণে ব্যবসায় ব্যয় বৃদ্ধি ও পণ্য সরবরাহ শৃঙ্খলে (সাপ্লাই চেইন) ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যার প্রভাব সাধারণ ভোক্তাশ্রেণির ওপর গিয়ে পড়বে। এ ধরনের মূল্য বৃদ্ধি অনৈতিকভাবে অপব্যবহারের সম্ভাবনা সৃষ্টি করতে সহায়তা করে।






গ্যাসের মূল্য বৃদ্ধি করা হলে স্বল্প আয়ের সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ওপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে। এছাড়াও শিল্পায়ন, ব্যবসায় প্রবৃদ্ধি, মূল্যস্ফীতির ওপর এর প্রভাব পড়তে পারে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডিসিসিআই গ্যাসের মূল্য এখনই বৃদ্ধি না করে বরং শিল্প কল-কারখানায় চাহিদা মাফিক প্রয়োজনীয় গ্যাস সরবরাহ করার ওপর তাগিদ প্রদান করছে। কেননা গ্যাসের অভাবে এখনো অনেক শিল্প-কলকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। একইসাথে ডিসিসিআই সরকারকে গ্যাস উত্তোলন ও সরবরাহ নীতিমালার পাশাপাশি তিন বছরমেয়াদী গ্যাসের মূল্য নির্ধারণ করার জন্য প্রস্তাব করছে।






(ঢাকাটাইমস/২৭জুন/এমএবি/জেবি)