logo ২৩ এপ্রিল ২০২৫
সপ্তাহের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৫ জুন, ২০১৬ ১৭:০০:৪২
image



ঢাকা: এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে আবারো বেড়েছে সোনার দাম। নতুন দাম অনুযায়ী, ভরি প্রতি সোনার দাম বাড়ানো হয়েছে ১,২২৪ টাকা। রবিবার থেকে নতুন দর কার্যকর হবে বলে শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সর্বশেষ গত ১৮ জুন সোনার দাম একই হারে বেড়েছিল। এ নিয়ে চলতি বছর সপ্তমবারের মতো সোনার দাম বাড়ছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশেও সোনার দাম বাড়ানো হয়েছে।






বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ৪৮,৩৪৭ টাকা। এর আগে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ৪৭,১২২ টাকা। অর্থাৎ এ ক্ষেত্রে দাম বেড়েছে ১,২২৫ টাকা।






নতুন ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ৪,১৪৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি গ্রাম ৩,৯৬০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ৩,৩৯৫ টাকা, সনাতন পদ্ধতির প্রতি গ্রাম ২,৩৬০ টাকা ও ২১ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।






ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য মতে, আজ আন্তর্জাতিক বাজারে এক ভরি সোনার দাম ৪৩,৪১৫ টাকা। অর্থাৎ আন্তর্জাতিক বাজারের চেয়ে দেশের বাজারে সোনার দাম ভরিতে প্রায় পাঁচ হাজার বেশি।






ব্যবসায়ীরা জানান, সোনা আমদানিতে শুল্ক ও মূল্য সংযোজন কর (মূসক) আরোপ ও পার্শ্ববর্তী দেশে দাম বাড়ায় দেশে পণ্যটির দাম বাড়ানো হচ্ছে।






(ঢাকাটাইমস/২৫জুন/এমআর)