logo ২৩ এপ্রিল ২০২৫
ব্রিটেনে গণভোটের রায়
মুদ্রা ও পুঁজিবাজারে ব্যাপক পতন, আতঙ্ক
ঢাকাটাইমস ডেস্ক
২৪ জুন, ২০১৬ ১২:০৩:০৯
image



ঢাকা: ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বের হয়ে যাচ্ছে এটি নিশ্চিত হওয়ার পর পরই দেশটির মুদ্রার মান কমে গেছে। গত ৩১ বৎসর পর ব্রিটিশ মুদ্রা পাউন্ডের মান সবচেয়ে নিচে চলে এসেছে। ধস নেমেছে পুঁজিবাজারেও।






ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার প্রশ্নে ভোটের দিন অবশ্য মুদ্রার মান এই বছর সর্বোচ্চ পর্যায়ে ঠেকেছিল। কিন্তু বেশিরভাগ ভোটার ইউরোপীয় ইউনিয়নের বিপক্ষে ভোট দেয়ায় পাল্টে যায় মুদ্রা বাজারে তেজীভাব।






গণভোটের রায়ে ৫২ শতাংশ ভোটার ইইউতে থাকার বিপক্ষে ভোট দেয়।৪৮ শতাংশ ভোটার পক্ষে ভোট দেয়। ভোটের আগেই প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ইউরোপ থেকে যুক্তরাজ্য বেরিয়ে গেলে দেশের জন্য মঙ্গলজনক হবে না। দেশটির কেন্দ্রীয় ব্যাংকও হুঁশিয়ার করেছিল, ইউরোপ থেকে ব্রিটেন বেরিয়ে গেলে শুধু যুক্তরাজ্য নয়, পুরো বিশ্বের অর্থনীতির জন্য হবে তা অশনি সংকেত।






অর্থনীতিবিদরা মনে করছেন, এসব হুঁশিয়ারির জন্য এক ধরনের আস্থাহীনতা তৈরি হয়েছে মুদ্রা বাজারে। সবশেষ বিনিময় মূল্য অনুযায়ী  ব্রিটিশ পাউন্ডের বিপরীতে ডলারের মূল্য দাঁড়িয়েছে ১.৩৩০৫। একদিনে দরপতন ঘটেছে ১০ শতাংশ। ১৯৮৫ সালের পর এটি সবচেয়ে বড় দরপতন। সাম্প্রতিক ইতিহাসে একদিনে পাউন্ডের এমন দরপতন আর দেখা যায়নি।






ডলারের পাশাপাশি পাউন্ডের দাম কমেছে ইউরোর বিপরীতেও। ইউরোর বিপরীতে পাউন্ডের ৭ শতাংশ মূল্য কমে গিয়ে দাঁড়িয়েছে ১.২০৮৫।  






ডলারের বিপরীতে দরপতন ঘটেছে ইউরোরও।একদিনে বিশ্বের প্রধান মুদ্রার বিপরীতে ইউরোপের মুদ্রার দর হারিয়েছে ৩.৩ শতাংশ। যা এর আগে কখনো ঘটেনি।






মুদ্রা বাজারের পাশাপাশি পুঁজিবাজারেও ব্যাপক দরপতন দেখছে লন্ডন। একদিনে লন্ডনের প্রধান শেয়ার বাজারের সূচক কমেছে ১০০ পয়েন্ট বা ৭ শতাংশ।






পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, ২০০৮ সালের ব্যাপক ধসের পর এমন পরিস্থিতি আর কখনো দেখা যায়নি।






ইটিএক্স ক্যাপিটালের প্রধান কর্মকর্তা জো রেন্ডেল বলেন, “এরকমটা কখনো দেখিনি। বুঝাই যাচ্ছে আতঙ্ক ছড়িয়েছে।” আগামী কয়েক দিনে মুদ্রা বাজারের পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা করছে তিনি।  






(ঢাকাটাইমস/২৪জুন/এসআই/এআর/ ঘ.)