এসএ ওয়ার্ল্ডের নতুন শাখা মিরপুরে
ঢাকাটাইমস ডেস্ক
২২ জুন, ২০১৬ ১৮:০৭:২৭

ঢাকা: বিশ্বখ্যাত ব্রান্ডেড পণ্যসমূহ বিশাল সমাহার নিয়ে ফ্যাশন হাউজ ‘এসএ ওয়ার্ল্ড’ এর দ্বিতীয় এক্সক্লুসিভ শাখা উদ্বোধন হবে ঢাকার মিরপুরে আগামী ২৪ জুন বিকাল ৪টায়। উদ্বোধন করবেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ, এসএ গ্রুপ অব কোম্পানিজ ও এসএ ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ এবং জনপ্রিয় মডেল নোবেল ও মৌ।
এসএ ওয়ার্ল্ডের প্রথম শাখা আত্মপ্রকাশ করেছে গত ৪ জুন চট্ট্রগ্রামের পূর্ব নাসিরাবাদে এসএ পরিবহন পার্সেল ও কুরিয়ার সার্ভিসের ভবনে।
এসএ গ্রুপ অব কোম্পানিজের সাফল্যের ধারাবাহিকতায় যুক্ত হয়েছে এসএ ওয়ার্ল্ড। এসএ ওয়ার্ল্ড মূলত আন্তর্জাতিক মানের একটি লাইফ স্টাইল শপ। বিশ্বখ্যাত ব্রান্ডেড পণ্যসমূহ বাংলাদেশের মানুষের হাতের নাগালে এনে দিতেই এসএ ওয়ার্ল্ডের যাত্রা। ঢাকার মিরপুর ৬ নম্বরে এসএ ওয়ার্ল্ড এর নিজস্ব ভবনে এই দ্বিতীয় শাখায় থাকছে নারী, পুরুষ ও শিশুদের জন্য আন্তর্জাতিকমানের আকর্ষণীয় পণ্য।
আজ বুধবার দুপুর একটায় দ্বিতীয় শো রুমের শুভ উদ্বোধন উপলক্ষে ২২ কাকরাইল এসএ পয়েন্ট এর ১৮ তলায় প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন এসএ গ্রুপ অব কোম্পানিজ ও এসএ ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ, এস গ্রুপের ডিরেক্টর সামসুল আলম পান্থ, এসএ চ্যানেলের সিওও সৈয়দ সালাহ উদ্দিন জাকী, এস এ গ্রুপের কো-অর্ডিনেটর হাসান মঞ্জুর এবং এসএ ওয়ার্ল্ডের জিএম পিনাকী চক্রবর্তী।
(ঢাকাটাইমস/২২জুন/জেবি)