logo ২৩ এপ্রিল ২০২৫
আয়কর ফাঁকি দিলেই জেল-জরিমানা!
ঢাকাটাইমস ডেস্ক
২১ জুন, ২০১৬ ২২:১২:২২
image



ঢাকা: আয়কর খেলাপিদের ব্যাপারে আরও কঠোর হচ্ছে ভারতের আয়কর বিভাগ।এ বছর থেকেই আয়কর খেলাপিদের জেলে পাঠানোর বিধানে রেখে নতুন আইন তৈরি করতে যাচ্ছে।বকেয়া আদায়ের জন্য প্রয়োজনে খেলাপিদের সম্পত্তি নিলামে তুলে বকেয়া আদায়ের পরিকল্পনা পাকা করা হয়েছে বলে জানা গেছে।



সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস চলতি ত্রৈমাসিকে আয়কর বিভাগকে নির্দেশ দিয়েছে ঋণখেলাপিদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী কড়া পদক্ষেপ করতে। সংশ্লিষ্ট ধারা অনুযায়ী আয়কর না মেটালে তিন মাস থেকে তিন বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে। তার সঙ্গে মোটা অঙ্কের জরিমানাও রয়েছে।



নির্দেশ মতো আয়কর আদায় করতে ট্যাক্স রিকভারি অফিসারদের কাজ শুরু করতে বলা হয়েছে। এর জন্য প্রয়োজনীয় ট্রেনিং এবং লোকবল দেওয়া হচ্ছে। হঠাত্‍ কেন এত তোড়জোড়? আয়কর বিভাগ সূত্রে খবর, প্রতি বছর ইচ্ছাকৃত আয়করখেলাপিদের সংখ্যা ক্রমশ বাড়ছে। এই প্রবণতা খুবই খারাপ। তাই কর আদায় করা এবং কড়া পদক্ষেপ করে এঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে একটা দৃষ্টান্ত তৈরি করা যাবে।






(ঢাকাটাইমস/ ২১ জুন / এআর /ঘ.)