logo ২৩ এপ্রিল ২০২৫
‘উন্নত ১০ দেশে শামিল হতে কাজ করছে সরকার’
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ জুন, ২০১৬ ২২:০০:২১
image



ঢাকা: পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বৈশ্বিক অর্থনীতিতে বাংলাদেশ উন্নয়নের একটি রোল মডেল। জিডিপির প্রবৃদ্ধির সূচক অর্থনীতিতে বাংলাদেশের অর্জন সম্পর্কে সুস্পষ্ট করেছে।






আজ রবিবার ঢাকার একটি হোটেলে সিপিডি আয়োজিত বাজেট ডায়ালগ ২০১৬ শীর্ষক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।






মন্ত্রী বলেন, আমরা ২০২১ সালের মধ্যে মধ্যম আয়, ২০৩০ সালের মধ্যে দারিদ্রমুক্ত এবং ২০৪০ সালের মধ্যে উন্নত ১০টি দেশের কাতারে শামিল হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছি। বাংলাদেশ এমডিজি‘র সবকটি লক্ষ্য অর্জনে সফলতা দেখিয়েছে। বাংলাদেশের অগ্রযাত্রাকে ইতিবাচকভাবে তুলে ধরতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান মন্ত্রী।






মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডি  নির্বাহী পরিচালক প্রফেসর  মুস্তাফিজুর রহমান। বিশিষ্ট অর্থনীতিবিদ এম সাইদুজ্জামানের  উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, অর্থ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড . আবদুর  রাজ্জাক এবং সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।






পরিকল্পনা মন্ত্রী গত সাত বছরে দেশের অগ্রগতির বিভিন্ন সূচকের তুলনামূলক চিত্র তুলে ধরে বলেন, মাত্র এক দশক আগেও আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার ছিল ২২ হাজার কোটি টাকা। বর্তমানে এর আকার বৃদ্ধি পেয়ে এক লাখ ১০ হাজার কোটি টাকা অতিক্রম করেছে।






তিনি বলেন, বাংলাদেশের অগ্রগতির সব ধরনের উপাদান রয়েছে। বর্তমানে বাংলাদেশে ৭৬ ভাগ কর্মক্ষম জনসংখ্যা  রয়েছে। আমাদের অর্থনৈতিক অগ্রগতি বেগবান করার জন্য বিশাল এ কর্মক্ষম জনশক্তিকে সম্পদ হিসেবে কাজে লাগানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।






(ঢাকাটাইমস/১৯জুন/এইচআর/জেবি)