logo ০৯ মে ২০২৫
দুই সপ্তাহ ব্যবধানে বাড়ানো হলো সোনার দাম
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ জুন, ২০১৬ ২১:০৮:০৯
image



ঢাকা: আসন্ন ঈদুল ফেতরকে সামনে রেখে বাড়ানো হয়েছে সোনার দাম। মাত্র দুই সপ্তাহ ব্যবধানে এ দাম বৃদ্ধি করা হলো।






আজ বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বাজুসের কার্যনির্বাহী কমিটির সভায় দাম বৃদ্ধির এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন মূল্য আগামী শনিবার থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।






আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় সোনার দাম বাড়ানো হয়েছে বলে দাবি করেছেন সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক খান।






তিনি বলেন, গত ১০ দিনে আন্তর্জাতিক বাজারে প্রতি ভরি সোনার দাম ৩ হাজার টাকা বেড়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করতে এ দাম বৃদ্ধি করা হয়েছে।






নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম হয়েছে ৪৭ হাজার ১২৩ টাকা। প্রতি ভরিতে বাড়ানো হয়েছে এক হাজার ২২৫ টাকা। বর্তমানে ২২ ক্যারেটের ভরি প্রতি এ দাম ৪৫ হাজার ৮৯৮ টাকা।






২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৪৫ হাজার ২৩ টাকা করা হয়েছে। ২১ ক্যারেটে এক হাজার ১৬৬ টাকা বাড়ানো হয়েছে। বর্তমানে ২১ ক্যারেট ৪৩ হাজার ৮৫৭ টাকা।






১৮ ক্যারেটের সোনা প্রতি ভরি ৩৮ হাজার ৬০৮ টাকা করা হয়েছে। ভরি প্রতি বাড়ানো হয়েছে ৯৯২ টাকা। ১৮ ক্যারেট বর্তমানে ৩৭ হাজার ৬১৭ টাকায় বিক্রি হচ্ছে।






সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম হবে ২৬ হাজার ৮২৭ টাকা, এ মানের সোনার বর্তমান দাম ২৬ হাজার ১২৭ টাকা। এ ক্ষেত্রে দাম বেড়েছে ৭০০ টাকা।






সোনার সঙ্গে রুপার (ক্যাডমিয়াম) দামও বেড়েছে। প্রতি ভরি রুপার দাম বর্তমানে এক হাজার ১০৮ টাকা। শনিবার থেকে এ দাম কমে হবে এক হাজার ১৬৬ টাকা।






প্রচলিত মানদণ্ড অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ছয় শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক পাঁচ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে।






পুরানো স্বর্ণালংকার গলিয়ে তৈরি করা হয় সনাতন পদ্ধতির সোনা। এ ক্ষেত্রে বিশুদ্ধ সোনার পরিমাণ নির্দিষ্ট করা নেই।






(ঢাকাটাইমস/১৬ জুন/এমএবি/এমএম)