‘রিজার্ভ চুরির ঘটনা উদ্বেগের’
ঢাকাটাইমস ডেস্ক
১৫ জুন, ২০১৬ ১৫:২০:১০

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে অর্থ চুরি বিশ্বের অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের কাছে উদ্বেগের বার্তা দিয়েছে বলে মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল প্রিত ভারারা।
প্রিত ভারারা বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে টাকা চুরির ঘটনা আন্তর্জাতিক লেনদেনে বিশেষ কোনো প্রভাব ফেলবে না। তবে দুঃসাহসিক এ চুরি অনান্য আর্থিক প্রতিষ্ঠানের কাছে উদ্বেগের বার্তা দিয়েছে।
গতকাল মঙ্গলবার দেশটির প্রভাবশালি অর্থনৈতিক সংবাদপত্র ওয়ালস্ট্রিট জার্নাল আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।
অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রিত ভারারা বলেন, ‘অজানা, অচেনা লোকেরা সুদুরে বসে নির্বিঘ্নে ব্যাংক থেকে বিপুল অংকের টাকা তুলে নিতে সক্ষম হচ্ছে। এ সংবাদ সাধারণ মানুষের কাছে অবশ্যই আতঙ্কিত হওয়ার মতো বিষয়। এ চুরি বিশ্ব আর্থিক ব্যবস্থাপনায় শুধুমাত্র সমস্যা নয়, বড় ধরনের হুমকিও।’
সুইফটের গোপন কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে ওই প্রতিষ্ঠানের প্রযুক্তি বিশ্বাসযোগ্যতা থাকা নিয়ে এক প্রশ্নের জবাবে প্রিত ভারারা বলেন, ‘বিশেষ কোনো প্রতিষ্ঠানের উপর বিশ্বাস হারানোর কোনো কারণ নেই। দুর্বৃত্তরা চাইলেই সুইফটের ম্যাসেজিংয়ের এ পদ্ধতি ব্যবহার করে টাকা তুলে নিতে সক্ষম হবে এমন দুর্ভাবনার কোনো কারন নেই’
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে ভুয়া আদেশে ১০১ মিলিয়ন মার্কিন ডলার তুলে নেয়ার ঘটনায় যৌথভাবে তদন্ত শুরু করেছে আমেরিকার অ্যাটর্নি জেনারেল অফিস ও ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। এ নিয়ে তদন্ত করছে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি কমিটি। একই ঘটনা তদন্ত করে ফিলিপাইন সিনেটের অর্থ সংক্রান্ত কমিটিও।
মার্কিন তদন্ত সংস্থার কর্মকর্তাদের উদ্ধৃত করে ওয়ালস্ট্রিট জার্নাল জানায়, দুঃসাহসিক এ চুরিতে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের কারো কারো যোগসাশজ থাকতে পারে।
(ঢাকাটাইমস/১৫জুন/জেএস)