কমেছে এডিপি বাস্তবায়ন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ জুন, ২০১৬ ১৮:৪৭:২০

ঢাকা: গত বছরের তুলনায় এ বছর বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন কমেছে। ২০১৫-১৬ অর্থবছরে ১১ মাসে (জুলাই-মে) সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপির) ৬২ শতাংশ বাস্তবায়িত হয়েছে। গত অর্থবছরের একই সময়ে বাস্তবায়নের হার ছিল ৬৭ শতাংশ।
সোমবার রাজধানীর আরএডিপির বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন প্রকাশ করে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ তথ্য জানান। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব তারিক-উল-ইসলাম, সাধারণ অর্থনীতি বিভাগের সচিব ড. শামসুল আলম এবং আইএমইডির সচিব ফরিদ উদ্দিন চৌধুরী।
পরিকল্পনামন্ত্রী বলেন, ১১ মাসে এডিপির বাস্তবায়ন ৬২ শতাংশ হলেও অর্থবছর শেষে এডিপির বাস্তবায়ন ৯০ শতাংশের কম হবে না।
চলতি অর্থবছরের ১১ মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করতে পেরেছে মোট ৫৮ হাজার ৭৬ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ৩৭ হাজার ৫৮৩ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ব্যয় করা হয়েছে ১৭ হাজার ৭৩৪ কোটি টাকা।
আরডিপি বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগ ও বিদ্যুৎ মন্ত্রণালয় বাস্তবায়ন করেছে ৭৩ শতাংশ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ৯১ শতাংশ। বাণিজ্য মন্ত্রণালয় ৮২ শতাংশ, পররাষ্ট্র মন্ত্রণালয় ৯৬ শতাংশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৭০ শতাংশ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ৭৫ শতাংশ।
আরএডিপি বাস্তবায়নে পিছিয়ে থাকা মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সবচেয়ে পিছিয়ে রয়েছে দুর্নীতি দমন কমিশন শূন্য শতাংশ, লেজিসলোটিভ ও সংসদ বিষয়ক বিভাগ ৯ শতাংশ, জাতীয় সংসদ সচিবালয় ২৬ শতাংশ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ২৫ শতাংশ, ভূমি মন্ত্রণালয় ৩১ শতাংশ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ১৯ শতাংশ, শিল্প মন্ত্রণালয় ২১ শতাংশ এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় ৩২ শতাংশ।
(ঢাকাটাইমস/১৩জুন/এইচআর/জেবি)