logo ০৩ মে ২০২৫
বৈদেশিক ঋণ সহায়তায় হবে বড় বড় প্রকল্প
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ জুন, ২০১৬ ১৪:০০:১২
image



ঢাকা: বৈদেশিক ঋণ সহায়তা কমানোর কোনো উদ্যোগই সরকারের নেই, বরং বড় হারে বৈদেশিক সহায়তা নিয়ে বড় বড় প্রকল্প হাতে নেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।






আজ সকালে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সাংসদ আব্দুল মতিনের প্রশ্নোত্তরে মন্ত্রী এ কথা বলেন।






অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই বৈদেশিক ঋণ সহায়তা গ্রহণ করে। আর সে সহায়তা বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় অবকাঠামো ও আর্থ-সামাজিক উন্নয়ন এবং দারিদ্র বিমোচন কর্মসূচিতে ব্যবহরা করা হয়েছে। এ ব্যয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।






মন্ত্রী বলেন, বাংলাদেশ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা বা দেশসমূহের কাছ থেকে অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিসট্যান্স (ওডিএ) গ্রহণ করে থাকে। যার প্রায় পুরোটাই নমনীয় ঋণ কিংবা অনুদান। এছাড়া উন্নয়নশীল দেশ হিসেবে বাংলদেশ এ ধরনের বৈদেশিক সহায়তা পাওয়ার অধিকারী। কারণ উন্নত দেশসমূহ তাদের জাতীয় রাজস্ব আয়ের শতকরা শূণ্য দশমিক ৭ ভাগ উন্নয়নশীল দেশসমূহকে সাহায্য হিসেবে প্রদানের জন্য অঙ্গীকারাবদ্ধ। বৈদেশিক ঋণ সহায়তা কমানোর কোনো উদ্যোগই আমাদের নেই। বরং আমরা চাই যে, বড় হারে বৈদেশিক সহায়তা নিয়ে এখন আমরা আমাদের কাঠামোগত বিবর্তনের লক্ষ্যে বড় বড় প্রকল্প গ্রহণ করবো। তবে এও ঠিক যে, বৈদেশিক সহায়তা ছাড়া আমাদের বাজেট বাড়ানো যেত না।






(ঢাকাটাইমস/১২জুন/এইচআর/এমএম)