logo ১৫ মে ২০২৫
‘উন্নয়নের অক্সিজেন রাজস্ব’
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ জুন, ২০১৬ ১৭:৩৯:০৯
image



ঢাকা: কর প্রদানের মাধ্যমে আগামী অর্থবছরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণে দেশবাসীর কাছে সর্বোত সহযোগিতা চেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান। তিনি বলেন, ‘উন্নয়নের অক্সিজেন হলো রাজস্ব। এই রাজস্বকে সরবরাহ করতে হবে। এর জন্য কর প্রদানের মাধ্যমে দেশে রাজস্ব অনুকূল পরিবেশ তৈরি করা জরুরি। প্রত্যক্ষ বা পরোক্ষ যে করের আওতায় আপনারা পড়ুন, সঠিকভাবে সেই কর প্রদানে দেশবাসীর সহযোগিতা চাচ্ছি।’






আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে মূসক, শুল্ক এবং আয়কর বিষয়ের ওপর আয়োজিত দু’দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ট্যাক্স ট্রেনিং ইনস্টিটিউট (বিটিটিআই) কর্মশালার আয়োজন করে।






এনবিআর চেয়ারম্যান বলেন, দেশবাসী সবাই মিলে একসাথে কাজ করলে আগামী অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।






প্রসঙ্গত, ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দুই লাখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে এনবিআরের মাধ্যমে দুই লাখ তিন হাজার ১৫২ কোটি টাকার কর রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে।






নজিবুর রহমান বলেন, কর প্রশাসন এখন সুশাসন ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যাচ্ছে। কর কর্মকর্তারা যেন কোনোভাবে দুর্নীতি কিংবা করদাতাদের হয়রানি করতে না পারে, এ ব্যাপারে ‘জিরো টলারেন্স’ দেখানো হচ্ছে। পাশাপাশি ডিজিটাল ব্যবস্থাপনার সুফল করদাতারা পাচ্ছেন ।






বিটিটিআইয়ের প্রধান উপদেষ্টা শ্যামল কান্তি ঘোষের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এনবিআর সদস্য মো. রেজাউল হাসান, সাবেক সদস্য সৈয়দ আমিনুল করিম, ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মো. লুৎফর রহমান, বিটিটিআইয়ের পরিচালক শ্যামল চন্দ্র সরকার প্রমুখ বক্তব্য দেন।






(ঢাকাটাইমস/১০জুন/জেবি)