এডিপি বাস্তবায়নের গতি বাড়ানোর তাগিদ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ জুন, ২০১৬ ২০:৪৮:৫৮
ঢাকা: চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে গতি বাড়ানোর তাগিদ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। দেশের চলমান অগ্রগতি এগিয়ে নিতে এডিপির সুষ্ঠু বাস্তবায়ন জরুরি।
বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এডিপি অগ্রগতি বিষয়ে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব ও সিনিয়র সচিবদের সঙ্গে এক বৈঠকে এ তাগিদ দেন তিনি।
বৈঠকে বিভিণ্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব ও সিনিয়র সচিবরা চলতি অর্থবছরের এডিপি বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন ।
পরিকল্পনামন্ত্রী বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে দেশ অভাবনীয় এগিয়ে যাচ্ছে। জিডিপি ৭ শতাংশ ছাড়িয়েছে। এই অগ্রগতিকে আরো এগিয়ে নিতে এডিপির সুষ্ঠু বাস্তবায়ন অপিহার্য। তিনি প্রকল্প বাস্তবায়নে দক্ষ টিম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সরকারের নেয়া মেগা প্রকল্পগুলোর কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, কাজের পরিধি অনেক বেড়েছে। এ জন্য আমাদের সক্ষমতা বাড়াতে হবে। মেগা প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশের অর্থনীতি পাল্টে যাবে বলে মন্তব্য করেন তিনি।।
(ঢাকাটাইমস/৯জুন/মোআ)