দর-কষাকষি না করায় দাম বাড়ছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ জুন, ২০১৬ ১২:০৮:৪৪

ঢাকা: খুচরা বাজারে সাধারণ মানুষের পণ্য নিয়ে দরকষাকষি না করাকে দাম বাড়ার অন্যতম কারণ বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মুক্তবাজার অর্থনীতিতে খুচরা বাজারে দ্রব্য মুল্য নিয়ন্ত্রণ সম্ভব নয় বলেও মনে করেন তিনি।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রণালয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
তিনি বলেন, বর্তমান সরকার ব্যবসা বান্ধব সরকার। কেউ যদি নিয়মের বাইরে গিযে ব্যবসা করেন তাদের ছাড় দেয়া হবে না। আমরা চাই ব্যবসায়ীরা সব সময় ভাল থাকুক। এছাড়া বাজার দর নির্ধারণ করা বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ নয় বলেও জানান তিনি।
বাজারে পণ্যের দাম স্বাভাবিক রয়েছে দাবি করে বাণিজ্যমন্ত্রী বলেন, রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি। তবে কেউ যদি কৃত্রিম সংকট তৈরি করে তাহলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিতে টকশো আলোচকরা দায়ী এমন মন্তব্য করে তোফায়েল আহমেদ বলেন, টকশোতে আলোচকরা দ্রব্যমূ্ল্যের দাম বাড়িয়ে দেন। তারা এমন আলোচনা করেন যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।
রমজান উপলক্ষ্যে চাহিদার তুলনায় পণ্যের মজুদ বেশি রয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, চাহিদার তুলনায় সব পণ্যের মজুদ বেশি আছে। সুতরাং সংকটের কোনো সুযোগ নেই।
এক প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, বিশ্ব বাজারে ছোলার দাম বেড়ে যাওয়ায় আমাদের দেশেও কিছুটা বেড়েছে। এ নিয়ে উদ্বেগের সুযোগ নেই। ছোলা-ডাল-চিনি-আদা-মরিচ-পেঁয়াজ এসব পণ্য পর্যাপ্ত পরিমাণে রয়েছে বলেও দাবি করেন তিনি।
মন্ত্রী বলেন, ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ-টিসিবি রাজধানীর ২৫ টি স্পটে খোলা বাজারে নিত্যপণ্য বিক্রি করছে। এতে রমজানে কিছুটা হলেও নিত্যপণ্য নিয়ে সাধারণ মানুষ স্বস্তি পাচ্ছে।
ট্যারিফ কমিশন এবং ভোক্তা অধিকার বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে মাঠে কাজ করছে বলেও জানানা তোফায়েল আহমেদ।
এ সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়তুল্লা আল মামুন, ব্যবসায়ী প্রতিনিধি ও পাইকারী ব্যবসায়ীরা বক্তব্য রাখেন।
(ঢাকাটাইমস/৯জনু/এইচআর/এমএম)