logo ১৫ মে ২০২৫
শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পর্ষদ সভা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ জুন, ২০১৬ ১৭:০৭:১০
image




ঢাকা: সম্প্রতি শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক পর্ষদের ৩৮তম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ সভায় সভাপতিত্ব করেন।



সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ভাইস-চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ, পরিচালক আক্কাচ উদ্দিন মোল্লা, আব্দুল হালিম, ব্যাংকের প্রতিনিধি পরিচালকদের মধ্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ্জাহান সিরাজ, এম. আখতার হোসেন এবং আব্দুল আজিজ। এছাড়াও উপস্থিত ছিলেন ভিপি ও কোম্পানি সেক্রেটারি মো. আবুল বাশার এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।



(ঢাকাটাইমস/৯জুন/এমআর)