রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছে ব্যাংকের বকেয়া ২৭,৫১২ কোটি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ জুন, ২০১৬ ২১:৪১:২৭

ঢাকা: রাষ্ট্রায়ত্ত ১৯টি প্রতিষ্ঠানের কাছে ২৭ হাজার ৫১২ কোটি টাকা ঋণ পাবে ব্যাংকগুলো। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ১৮৬ কোটি ৩৭ লাখ টাকা।
‘বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৬’-এ প্রাপ্ত তথ্য অনুযায়ী, বকেয়া ব্যাংক ঋণের শীর্ষে রয়েছে ‘বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। চলতি বছরের ফেব্রুয়ারি শেষে বিপিডিবির দেনার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১১ হাজার ৭৮ কোটি ৬৮ লাখ টাকা। এর আগে ২০১৪ সালের ডিসেম্বর শেষে পিডিবির দেনার পরিমাণ ছিল সাত হাজার ৬২০ কোটি ৩৭ লাখ টাকা। অর্থাৎ ১৪ মাসে সংস্থাটির দেনা বেড়েছে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা। অন্যদিকে রাষ্ট্রায়ত্ত লোকসানি প্রতিষ্ঠানগুলোর মধ্যেও পিডিবি শীর্ষে। চলতি ২০১৫-১৫ অর্থবছরে পিডিবির লোকসান প্রাক্কলন করা হয়েছে ছয় হাজার ২৩৩ কোটি ৪৯ লাখ টাকা।
দেনার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন’ (বিএসএফআইসি)। এর বকেয়া ব্যাংক ঋণের পরিমাণ হচ্ছে চার হাজার চার কোটি ৯৪ লাখ টাকা। গত ১৪ মাসে এরও দেনার পরিমাণ বেড়েছে।
‘বাংলাদেশ রসায়ন শিল্প করপোরেশন’ (বিসিআইসি) এর দেনার পরিমাণ হচ্ছে তিন হাজার ২৬ কোটি ৮৩ লাখ টাকা। এর মধ্যে খেলাপির পরিমাণ ৮৯ কোটি ৫২ লাখ টাকা। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বিডব্লিউডিবি)-এর বকেয়া ব্যাংক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬২৮ কোটি ৭০ লাখ টাকা। (২০১৪ সালের ডিসেম্বর শেষে ছিল ৯৩৯ কোটি ৩ লাখ টাকা), বিবিসির দেনা ৩৯৭ কোটি টাকা (২০১৪ সালের ডিসেম্বর শেষে ছিল ৩০১ কোটি ৮৩ লাখ টাকা), ঢাকা ওয়াসার দেনা ৩০১ কোটি দুই লাখ টাকা, পল্লী বিদ্যুতায়ন বোর্ড’ (আরইবি)-এর দেনা ২৬৭ কোটি ১৩ লাখ টাকা (২০১৪ সালের ডিসেম্বর শেষে ছিল তিন কোটি ২৩ লাখ টাকা), বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন (বিএসইসি)-এর দেনা ২৬২ কোটি ১৩ লাখ টাকা (২০১৪ সালের ডিসেম্বর শেষে ছিল ৩০৭ কোটি ৭৮ লাখ টাকা), বিটিবির দেনা ৫২ কোটি আট লাখ টাকা (এর মধ্যে খেলাপি ১০ কোটি ৫২ লাখ টাকা), ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর দেনা ৪৫ কোটি ২৭ লাখ টাকা (এর মধ্যে খেলাপি ১১ কোটি তিন লাখ টাকা), বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি)-এর দেনা ২৬ কোটি ৪৭ লাখ টাকা (এর মধ্যে খেলাপি ২৬ কোটি ৩৪ লাখ টাকা), বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)-এর দেনা ২২ কোটি ৯৩ লাখ টাকা।
(ঢাকাটাইমস/০৭জুন/জেবি)