logo ১৫ মে ২০২৫
২০১৫-১৬ অর্থ বছরের সম্পূরক বাজেট পাস
সংসদ প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ জুন, ২০১৬ ১৩:৩৭:০৬
image




ঢাকা: জাতীয় সংসদে আজ মঙ্গলবার চলতি ২০১৫-১৬ অর্থবছরের জন্য ১৯ হাজার ৮০৩ কোটি ৬২ লাখ ৮৮ হাজার টাকার সম্পূরক বাজেট জাতীয় সংসদে পাস হয়েছে। এতে শিক্ষা খাতে সর্বোচ্চ ৫ হাজার ৪৯৬ কোটি ৫৪ লাখ ৭৬ হাজার টাকা এবং দ্বিতীয় সর্বোচ্চ প্রতিরক্ষা খাতে ২ হাজার ৩০৯ কোটি ২৮ লাখ ৮৩ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।শিক্ষা খাতের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ২ হাজার ৩৪৩ কোটি ২৩ লাখ ৩১ হাজার এবং শিক্ষা মন্ত্রণালয়ে ৩ হাজার ১৫৩ কোটি ৩১ ‍লাখ ৪৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।







আগামী ৩০ জুন চলতি অর্থবছরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল থেকে মঞ্জুরিকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মঙ্গলবার সংসদে ‘নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল-২০১৬’ উত্থাপন করেন। সম্পূরক বাজেটের ওপর বিরোধী দল জাতীয় পার্টি ও স্বতন্ত্র সংসদ সদস্যরা ১৯০টি ছাঁটাই প্রস্তাব দেন। তবে সেগুলো কণ্ঠভোটে বাতিল হয়।



বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সংশ্লিষ্ট মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ৩১টি মঞ্জুরি দাবির পরিপ্রেক্ষিতে সম্পূরক বাজেটটি কণ্ঠভোটে পাস হয়।



ছাঁটাই প্রস্তাবগুলোর মধ্যে ছয়টি বিভাগের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। আলোচনা হওয়া মন্ত্রণালয় ও বিভাগগুলো হলো- ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।






অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ২৩৮ কোটি দুই লাখ ৪৪ হাজার টাকা বেশি বরাদ্দের দাবি তোলেন।






সম্পূরক আর্থিক বিবৃতির ব্যাখ্যামূলক স্মারকে বলা হয়েছে, ২০১৫-১৬ অর্থবছরের মূল বাজেটে ৫৯টি মন্ত্রণালয়/বিভাগের অনুকূলে নিট ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ ছিল। সংশোধিত বাজেটে ৩৮টি মন্ত্রণালয়/বিভাগের বরাদ্দ ১৯ হাজার ৮০৩ দশমিক ৬৩ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে এবং ২১টি মন্ত্রণালয়/বিভাগের বরাদ্দ ৪৭ হাজার ১২০ দশমিক ১১ কোটি টাকা হ্রাস পেয়েছে। সার্বিকভাবে ৩০ হাজার ৫৩৫ কোটি টাকা হ্রাস পেয়ে সংশোধিত বরাদ্দ দাঁড়িয়েছে নিট ২ লাখ ৬৪ হাজার ৫৬৫ কোটি টাকা।






( ঢাকাটাইমস/ ০৭ জুন /এআর /ঘ.)