logo ১৫ মে ২০২৫
কেন্দ্রীয় ব্যাংকের দুই ইডির বিরুদ্ধে তদন্তে দুদক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ জুন, ২০১৬ ২৩:০৬:৪৩
image



ঢাকা: বাংলাদেশ ব্যাংকের দুই নির্বাহী পরিচালকের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।এরই মধ্যে একজনকে দুদকে তলব করা হয়েছে।দুদকের জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এরা হচ্ছেন-বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবদুর রহিম, তিনি রুপালী ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষকও এবং অপরজন হচ্ছেন-বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মনিরুজ্জামান। এরা দুই জনই ডেপুটি গভর্নর পদে পরীক্ষা দিয়েছিলেন। খোঁজ নিয়ে জানা গেছে, ডেপুটি গভর্নর নিয়োগের সার্চ কমিটি পরীক্ষা-নীরিক্ষা শেষে যে কয়েক জনের তালিকা সরকারের কাছে জমা দিয়েছে এদের মধ্যে এই দুই জনের নাম রয়েছে।






সূত্র জানায়, এই দুজনের মধ্যে আবদুল রহিমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও কমিশনের বিনিময়ে ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক। দুদকের উপপরিচালক সামছুল আলমকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। আজ রবিবার অনুসন্ধান কর্মকর্তা আবদুর রহিম ও ব্যাংকের মানবসম্পদ বিভাগের একজন মহাব্যবস্থাপককে দুদকে তলব করে চিঠি পাঠিয়েছেন। তাঁদের ৭ জুন দুদকে হাজির থাকতে বলা হয়েছে।






এদিকে বাংলাদেশ ব্যাংকের আরেক নির্বাহী পরিচালক মনিরুজ্জামানের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুদক। তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ বিষয়ে জাহাঙ্গীর আলমকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।






(ঢাকাটাইমস/ ০৫জুন /এআর/ ঘ.)