এক্সক্লুসিভ ঈদ কালেকশন নিয়ে আড়ং
ঢাকাটাইমস ডেস্ক
০৪ জুন, ২০১৬ ২০:৪০:০৫

ঢাকা: ঈদুল ফিতরকে সামনে রেখে ‘ঈদ কালেকশন ২০১৬’ শীর্ষক এক প্রদর্শনীর আয়োজন করেছে দেশের জনপ্রিয় ফ্যাশন এবং লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং। শনিবার সকালে ধানমন্ডি শাখায় এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আড়ংয়ের মডেলরা ঈদ কালেকশন পরে একটি ক্যাম্পেইনিং-এর আয়োজন করে। তাই তো বিভিন্ন টিভি চ্যানেল ও পত্রিকার স্টিল ফটোগ্রাফারদের ক্লিক ক্লিক শব্দে আড়ং-এর ধানমন্ডির আউলেটটি মুহূর্তেই জমকালো হয়ে ওঠে।
এক্সক্লুসিভ ঈদ কালেকশনের মধ্যে এ বছর যুক্ত হয়েছে কটনের উপর কিছু নতুন ডিজাইনের পোশাক, বোহেমিয়ান ট্রেন্ডস, জাপানিজ আর্ট শিবরি ডায়িং, সমসাময়িক ভৌগলিক ডিজাইন, হাতের কাজের ডিজাইনসহ ট্রেডিশনাল কাঁথা ও জামদানির ডিজাইন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে নতুন ডিজাইনের পোশকগুলো এক্সক্লুসিভভাবে সীমিত সংখ্যক করা হয়েছে। তাই যেকোনো ডিজাইনই ইউনিক।
ফ্যাশনের অনুষঙ্গ জুয়েলারি, ব্যাগ, লেদার স্যান্ডেল (নারী, পুরুষ ও বাচ্চাদের) প্রদর্শনীতে ঠাঁই পায়। আরও ছিল ঘর সাজানোর বেশকিছু নতুন ডিজাইনের জিনিস। যা আকর্ষণীয় এম্ব্রয়ডারি, স্কিনপ্রিন্ট ও অ্যাপ্লিক-এর কাজ করা। আরও ছিল বাচ্চাদের জন্যও এক্সক্লুসিভ সব কালেকশন।
(ঢাকাটাইমস/০৪জুন/জেবি)