logo ১৫ মে ২০২৫
বাজেটের বড় দুর্বলতা ঘাটতির অর্থায়ন: সিপিডি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ জুন, ২০১৬ ১২:৩৭:১৬
image



ঢাকা: সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আজ শুক্রবার বাজেট প্রতিক্রিয়ায় বলেছে, আগামী ২০১৬-১৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে ঘাটতির অর্থায়ন। রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা আদায় করা কঠিন হবে।






বৃহস্পতিবার ঘোষিত বাজেটের ওপর প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সিপিডি কালো টাকা সাদা করা প্রসঙ্গে বলেছে, কালো টাকা সাদা করার সুবিধা যদি দেয়াই হয় তাহেল তা কেবল গৃহায়ন খাতে কেন? এটা সব সেক্টরে দেয়া উচিৎ।






শুক্রবার সকালে রাজধানীর গুলশানে ২০১৬-২০১৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট প্রসঙ্গে মূল্যায়ন ও পর্যালোচনা তুলে ধরতে এক অনুষ্ঠানের আয়োজন করে সিপিড। সংস্থাটির পক্ষে মূল্যায়ন তুলে ধরেন ড. দেবপ্রিয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিডির নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান।






জাতীয় বাজেটের আর্থিক কাঠামোর ক্ষয় হয়েছে বলে মন্তব্য করে সিপিডির বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এডিপি নিয়ে নতুন কোনো ধরনের অগ্রগতি লক্ষ্য করছি না। মেগা প্রকল্পগুলো আগের মতো অবস্থায় রয়েছে।এডিপির তহবিল গতবারের তুলনায় ২২ শতাংশ বেশি। এটা ব্যবহার করতে হলে যে নীতির পরিবর্তন দরকার, যে অবকাঠামো দরকার তা নেই।






দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এডিপির অনেক প্রকল্প রয়েছে যার ৫০ শতাংশই সম্পন্ন হয়নি, যে প্রকল্পগুলো শেষ হবে বলা হচ্ছে সেগুলোতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেওয়া হয়নি। ১৮টি প্রকল্পে মাত্র ১ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে, ২০টিতে মাত্র ১ কোটি টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। মেগা প্রকল্পগুলোর মধ্যে পদ্মাসেতু ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ছাড়া অন্যগুলোতে পর্যাপ্ত অর্থায়ন করা হয়নি।






তিনি বলেন, আর্থিক যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে এটার ভেতরে করের হারে পরিবর্তন হচ্ছে না, কাঠামোতে এক ধরনের স্থিতিশীলতা আসছে। করের আহরণের পদ্ধতিগুলোতে এখন জোর দিতে হবে। কী পদ্ধতিতে কর আহরণ করা যায়, মানুষের কাছে কীভাবে পৌঁছানো যায় সেটাতে জোর দিতে হবে বলেও জানান ড. দেবপ্রিয়।






ভর্তুকির ক্ষেত্রে একটা একটা জাতীয় নীতিমালার দাবি করেন সিপিডির এই বিশেষ ফেলো।






(ঢাকাটাইমস/ ০৩ জুন / এআর /ঘ.)