সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ জুন, ২০১৬ ১৬:১৯:২০
ঢাকা: ২০১৬-২০১৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলন করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শুক্রবার বিকাল চারটার পর রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে সংবাদ সম্মেলন শুরু করেন।
গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে বাজেট পেশ করেন।
এতে অর্থমন্ত্রী প্রস্তাবিত জাতীয় বাজেটের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখবেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন।
গতকাল জাতীয় সংসদে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পরিকল্পনার কথা জানিয়ে ২০১৬-১৭ অর্থবছরের ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী।
(ঢাকাটাইমস/৩জুন/বিইউ)