ঢাকা: সব ধরনের রপ্তানির ক্ষেত্রে উৎস করের হার দশমিক ৩ শতাংশে নামিয়ে আনার দাবি জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি করা হয়। কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান।
লিখিত বক্তব্যে সিদ্দিকুর রহমান বলেন, উৎসে কর বর্তমানে দশমিক ৬ শতাংশ রয়েছে। ২০১৬-১৭ অর্থবছরে তা বাড়িয়ে ১ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। প্রত্যক্ষ কর ১৫০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এটি শিল্প বিকাশের সঙ্গে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। এটি বহাল থাকলে শিল্পের স্বাভাবিক বিকাশ নিশ্চিতভাবে ব্যাহত হবে। তাই শিল্প বিকাশের স্বার্থে উৎসে কর দশমিক ৩ শতাংশে নামিয়ে আনার দাবি জানাই।”
উৎসে কর কমিয়ে আনার জন্য প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে তারা সাক্ষাৎ করবেন বলে সংবাদ সম্মেলনে জানান বিজিএমইএর নেতা।
সিদ্দিকুর রহমান বলেন, পোশাক শিল্প বর্তমানে একটি সংকটময় পরিস্থিতির মুখোমুখী রয়েছে। আমাদের দরপতন অব্যাহত রয়েছে। প্রতিবছর উৎপাদন খরচ ৮ থেকে ১০ শতাংশ বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়া প্রতিযোগী দেশগুলোর তুলনায় আমাদের মুদ্রা শক্তিশালী হওয়ায় তা আমাদের অবস্থাকে আরও সঙ্গীন করে তুলেছে। এই পরিস্থিতিতে উৎসে কর ১ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হলে শিল্পের বিরাজমান সংকট আরও তীব্র হবে।
এদিকে প্রস্তাবিত বাজেটে পোশাক শিল্পে করপোরেট করহার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে কমিয়ে আনায় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান বিজিএমইএর সভাপতি। তবে তিনি এ কর আরও কমিয়ে ১০ শতাংশ করার জন্য দাবি করেন। এ ছাড়া ১০টি মেগা প্রকল্পে বিশেষ বরাদ্দ দেয়ায় সরকারকে ধন্যবাদ জানান তিনি।
(ঢাকাটাইমস/৩ জুন/এমএবি/মোআ)