ঢাকা: ২০১৬-১৭ অর্থ বছরে জাতীয় বাজেট আজ বৃহস্পতিবার সংসদে পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাজেট পেশ করার পরই এ নিয়ে নানামুখী আলোচনা-সমালোচনা চলছে। বাজেটের নানা দিক নিয়ে ঢাকাটাইমসের সঙ্গে কথা বলেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি হোসেন খালেদ। তিনি বলেছেন, প্রস্তাবিত বাজেটে নতুন করে বিনিয়োগকারীদের আকৃষ্ট করার মতো কোনো দিক নির্দেশনা নেই। তিনি প্রশ্ন করেনন, আর বিনিয়োগ না হলে দেশ আগাবে কীভাবে।
তিনি বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হচ্ছে বিনিয়োগ। যত বেশি বিনিয়োগ হবে দেশ তত এগিয়ে যাবে। অথচ বিনিয়োগকারীদের আকৃষ্ট করার চিন্তার প্রতিফলন বাজেটে দেখা যায়নি। বিনিয়োগের বিষয়টি এগিয়ে নিতে হবে। আমাদের দেশে এখনো বিনিয়োগের বড় বাধা ইউটিলিটি সার্ভিস। সেখানে এখনো অনেক সমস্যা রয়েছে।
তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ না দেয়ার কারণে এখনো অনেক নতুন শিল্পকারখানা চালু করা যাচ্ছে না। তবে বিদ্যুৎ ও গ্যাসের উৎপাদন বৃদ্ধির জন্য সরকারের যে উদ্যোগ বাজেটে দেখা গেছে সে জন্য সরকারকে ধন্যবাদ।
ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ীদের জন্য প্যাকেজ ভ্যাটের যে প্রস্তাব বাজেটে রাখা হয়েছে তাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এটি নিয়ে ছোট ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছিল। সরকার সেখান থেকে সরে এসেছে, এটা আশার কথা। তবে প্যাকেজ ভ্যানের পরিমাণ দ্বিগুণ করা হয়েছে, এটি তাদের জন্য কষ্টকর হবে।
(ঢাকাটাইমস/ ০২জুন/ এমএবি/ এআর/ ঘ.)