logo ১৬ মে ২০২৫
কথা বলায় ব্যয় বাড়ছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ জুন, ২০১৬ ১৬:৫৭:১৬
image



ঢাকা: মোবাইল সিম ব্যবহার করে কথা বলাসহ অন্যান্য সেবার ওপর সম্পূরক শুল্ক ৫ শতাংশ করা হয়েছে। যা আগে ছিল ৩ শতাংশ। এর ফলে মোবাইল সিমভিত্তিক সব ধরনের সেবার ওপর গ্রাহকের খরচ আগের চেয়ে বাড়বে।






বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট উপস্থাপনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মোবাইলফোন সিমভিত্তিক সেবার ওপর এ সম্পূরক শুল্ক বৃদ্ধির প্রস্তাব করেন। 






অর্থমন্ত্রীর প্রস্তাবে বলা হয়েছে, ‘গত অর্থবছরের বাজেটে আমরা মোবাইলের সিম কর ব্যাপক হারে কমিয়েছি। এ কারণে সিম বা রিম কার্ডের মাধ্যমে প্রদত্ত সেবার ওপর বিদ্যমান ৩ শতাংশ সম্পূরক শুল্ক বৃদ্ধি করে ৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করছি।’ এ সিদ্ধান্তের ফলে বর্তমান মুঠোফোন সিম সেবার ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক), ১ শতাংশ সারচার্জের সঙ্গে নতুন ৫ শতাংশ সম্পূরক শুল্ক যোগ হবে। তবে মোবাইলফোনের সিম কার্ডে গত অর্থবছরের মতোই একশ টাকা রাখা হয়েছে।






(ঢাকাটাইমস/০২জুন/বিইউ/জেবি)