logo ১৬ মে ২০২৫
পদ্মায় ৬ হাজার, মেট্রোরেলে ২ হাজার কোটি বরাদ্দ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ জুন, ২০১৬ ২২:১০:২৮
image



ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থ বছরের বাজেট পেশ করেছেন। এবারের বাজেটে বেশ কয়েকটি বড় প্রকল্পে বড় অংকের অর্থ বরাদ্দ রাখা হয়েছে। প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিক এতে কোনো সন্দেহ নেই। আর এ কারণেই এগুলোর জন্য আদালা বাজেট দেয়া হয়েছে।এ ধরণের ৮ টি বড় প্রকল্পে ১৮ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ রাখা হয়েছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে পদ্মাসেতু, পদ্মারেলসেতু, মেট্রোরেল, পায়রা বন্দর, রূপপুর পরমানু বিদ্যুৎকেন্দ্র, মৈত্রী বিদ্যূৎ কেন্দ্র, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র ও গুনদুম রেলপথ।






পদ্মাসেতুতে বরাদ্দ ৬ হাজার ২৬ কোটি টাকা



পদ্মা রেলসেতুতে ৪১০২ কোটি টাকা



মেট্রোরেলে বরাদ্দ ২২২৭ কোটি টাকা



পায়রা বন্দরে বরাদ্দ ২০০ কোটি টাকা



রূপপুর পারমাণু বিদ্যুৎ কেন্দ্রে ৬১৮ কোটি টাকা



গুনদুম রেলপথে বরাদ্দ ৬১৩ কোটি টাকা



মৈত্রী সুপার বিদ্যুৎ কেন্দ্র ২৪৮০ কোটি টাকা



মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র ২৪০০ কোটি টাকা






অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ” আলাদা বরাদ্দ দেয়ায় বাজেট বাস্তবায়ন ত্বরান্বিত হবে বলেও মনে করি । তবে আগামী বছর আরো বেশকিছু বড় প্রকল্প নেয়া হবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী।






(ঢাকাটাইমস/ ০২ জুন /এআর / ঘ.)