logo ০৬ আগস্ট ২০২৫
বাজেট বাস্তবায়ন হলে দেশের অগ্রগতিতে ভূমিকা রাখবে
এস.এম.আবু তৈয়ব
০৪ জুন, ২০১৬ ১১:১৯:৩৫
image



ঢাকা: ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চলের সভাপতি এস.এম. আবু তৈয়ব বলেছেন,  ২০১৬-২০১৭ সালের জন্য উপস্থাপিত বাজেট বাস্তবায়ন সম্ভব হলে তা দেশের অগ্রগতিতে সহায়ক ভূমিকা পালন করবে।






তিনি আরো মনে করেন,  বাজেটে যোগাযোগ অবকাঠামো খাতে সর্ব্বোচ বরাদ্দ প্রস্তাব একটি সময়োপযোগী সিদ্ধান্ত।  তবে এই বরাদ্দ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর এক্সপ্রেস ওয়ে এবং ঢাকা-কক্সবাজার সড়কের চারলেন বিশিষ্ট মহাসড়কে উন্নীত করতে সরকারের দৃষ্টি দেওয়া উচিত।






বিজিএমইএ এর সাবেক প্রথম সহ-সভাপতি এস.এম আবু তৈয়ব পোশাক শিল্প খাতে কর্পোরেট ট্যাক্স ৩৫% থেকে ২০% শতাংশে নামিয়ে আনাকে সাধুবাদ জানিয়ে    আর্ন্তজাতিক প্রতিযোগিতায় সক্ষমতা ধরে রাখার জন্য উৎস কর বাড়ানোর প্রস্তাব পূর্ণবিবেচনার আহ্বান জানান।






তিনি আরো মনে করেন,  বাজেট বাস্তবায়নে দক্ষ-প্রশিক্ষিত জনবলের অভাবে প্রতিবছরেই বাজেট বাস্তবায়ন বাধাগ্রস্থ হয়।  এই ব্যাপারে নজর দেওয়া উচিত বলেও তিনি মনে করেন।