logo ১৫ মে ২০২৫
‘পোশাক শিল্পে উৎসে কর বৃদ্ধি বিবেচনাপ্রসূত নয়’
ঢাকাটাইমস ডেস্ক
০৫ জুন, ২০১৬ ২১:২৫:০৫
image



ঢাকা: ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চলের সভাপতি এস.এম. আবু তৈয়ব বলেছেন,   রানা প্লাজা পরবর্তী বাস্তবতায় বাংলাদেশের পোশাক শিল্প এক ক্রান্তিকাল অতিক্রম করছে। ২০১৭ সালের জুনের মধ্যে সব কারখানা আন্তর্জাতিক মান অর্জনে ব্যর্থ হলে অনেক কারখানা বন্ধ হয়ে যাবে। এই কঠিন চালেঞ্জ অতিক্রমের কষ্ট ও ব্যয় সাধ্য প্রক্রিয়ায় পুঁজির সংকটে হিমশিম খাওয়া পোশাক শিল্পের ওপর তিনগুণ কর বৃদ্ধির প্রস্তাব ‘মরার ওপর খরার ঘা’ এর মতোই প্রতীয়মান।






প্রস্তাবিত বাজেটের ব্যাপারে বিজিএমইএ এর সাবেক প্রথম সহ-সভাপতি বলেন, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে কঠিন প্রতিযোগিতা ও প্রতিকূলতা সম্মুখীন বাংলাদেশের পোশাক।বিভিন্ন কারণে দিন দিন প্রতিযোগিতার সক্ষমতা হারাচ্ছে এ দেশের পোশাক। পৃথিবীর বিভিন্ন দেশে ডলারের বিনিময় হার সমন্নয়ের কারণে বাংলাদেশের পোশাক ব্যয়বহুল হয়ে পড়ছে।






আবু তৈয়ব বলেন, বাংলাদেশের প্রধান রপ্তানি খাত সত্যিকার অর্থেই এক কঠিন বাস্তবতার মুখোমুখি। রপ্তানি আয়ের এই সোনার ডিম পারা হাঁস পোশাক শিল্পকে জবাই করে অর্থমন্ত্রী জাতিকে বিপদে ফেলার প্রস্তাবটি কোনো অবস্থাতেই বিবেচনাপ্রসূত নয়। এই প্রস্তাবের মাধ্যমে অর্থমন্ত্রী কত টাকা আয় করবেন জানি না। তবে এই শিল্প মুখ থুবরে পড়লে জাতীয় অর্থনীতি যে ভেঙে পড়বে সেটা বোঝার জন্য কোনো বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই।






(ঢাকাটাইমস/০৫জুন/জেবি)