ট্যাক্সের আওতায় আসছে কৃষক!
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ জুন, ২০১৬ ২১:৪০:০৭

ঢাকা: এতদিন বাইরে থাকলেও এবার ট্যাক্সের আওতায় আসছে দেশের কৃষকেরা। দুই বছর পর থেকে কৃষকদেরও আয়কর দিতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেন, এখন সময় হয়েছে আমাদের চাষি কিষাণরা, তাদেরও এখন ট্যাক্স দিতে হবে। কারণ এখন বেশ বড় কৃষক অনেক হয়ে গেছে।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট সম্মেলন কক্ষে ‘জাতীয় বাজেট ২০১৬-১৭ পরবর্তী পর্য়ালোচনা: প্রেক্ষিত বাংলাদেশ’ শিরোনামে এই আলোচনা সভার আয়োজন হয়।
অর্থমন্ত্রী বলেন, এলাকা বেশি হয় নাই, কিন্তু এলাকার প্রোডাক্টিভিটি এতো বেড়েছে যে তাদের ওপর করারোপ করা যায়। যদিও এখন পর্যন্ত তারা কর অব্যাহতি পায়। তবে তাদের আয়ের ওপর করারোপ করতে হবে, পুরো উৎপাদনের ওপর নয়।
মুহিত বলেন, আমি আখ চাষকে নিরুৎসাহিত করছি। দেশ থেকে ধীরে ধীরে আখ চাষ উঠিয়ে দেয়া হবে। কারণ আখ চাষে সময় লাগে প্রায় নয় মাস এবং এ সময় কারখানাগুলো বন্ধ থাকে। চিনি কলগুলোর কারণে দেশের কয়েকশ কোটি টাকার ক্ষতি হচ্ছে। এছাড়া অনেক জমিও নষ্ট হচ্ছে।
সরাসরি কৃষকদের কাছ থেকে ধান না কেনার পক্ষে যুক্তি দিয়ে মন্ত্রী বলেন, কৃষকরা ১৪ শতাংশ পর্যন্ত ধানের ময়েশ্চার কমাতে পারেন না বলেই সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনতে পারে না। বাধ্য হয়েই মিল মালিকদের কাছ থেকে ধান কিনতে হয়।
(ঢাকাটাইমস/১১জুন/জেবি)