logo ২৩ এপ্রিল ২০২৫
রিহ্যাবের কোনো আশাই পূরণ হয়নি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ জুন, ২০১৬ ১৮:২২:১২
image



ঢাকা: আবাসন খাতে এক অঙ্কের (সিঙ্গেল ডিজিট) সুদে গৃহঋণসহ কয়েকটি দাবি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা হলেও কোনো ফলপ্রসূ সমাধান পাননি বলে জানিয়েছেন আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন। তিনি বলেছেন, তাদের কোনো আশাই পূরণ হয়নি।



রোববার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘রিহ্যাবের মতামত: প্রস্তাবিত বাজেট ২০১৬-১৬’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।






শামসুল আলামিন বলেন, “ আমরা রিহ্যাবের পক্ষ থেকে বাজেট প্রস্তাবে সরকার থেকে একটি তহবিল গঠনের ওপর বেশি গুরুত্ব দিয়েছিলাম। মধ্যবিত্ত শ্রেণীর মানুষের আবাসন সমস্যা নিরসনে সিঙ্গেল ডিজিটের সুদে ঋণের ব্যবস্থা করতে বলেছিলাম। আবাসন খাতে গতিশীলতা ফিরিয়ে আনতে আমরা ‘হাউজিং লোন’ নামে একটি রি-ফিন্যান্সিং তহবিল গঠনের দাবি জানিয়েছিলাম। কিন্তু সেগুলো পূরণ হয়নি।”






রিহ্যাব সভাপতি বলেন, ঢাকার আশপাশে ১২৫০ বর্গফুট বা তার চেয়ে বেশি আয়তনের ফ্ল্যাট কেনার জন্য ৭ থেকে ৯ শতাংশ সুদে ঋণ দেওয়া হলেও আবাসন খাত ঘুরে দাঁড়াবে।  এ দাবিও মানা হয়নি।






তিনি আরও বলেন, “জমি রেজিস্ট্রেশন খরচ ১৪ থেকে ১৬ শতাংশ হওয়ার কারণে সারা দেশে জমি বেচা-কেনা ৮০ শতাংশ কমেছে।  এ জন্য রেজিস্ট্রেশন খরচ ৭ শতাংশ করার প্রস্তাব করেছি। কিন্তু আমাদের দাবি বিবেচনা করা হয়নি।”






সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রিহ্যাবের সিনিয়র সহসভাপতি নূরুন্নবী চৌধুরী শাওন, সহসভাপতি লিয়াকত আলী ভূ‍ইয়া, আহকাম উল্লাহ, প্রকৌশলী সরদার মোহাম্মদ আমিন প্রমুখ।






(ঢাকাটাইমস/১২জুন/মোআ)