২০ রমজানের মধ্যে বেতন বোনাস পরিশোধের দাবি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ জুন, ২০১৬ ১৫:০৫:২৬

ঢাকা: গার্মেন্টস শ্রমিকদের ঈদ বোনাস ও চলতি জুন মাসের পূর্ণ বেতন ভাতা ২০ রমজানের মধ্যে পরিশোধের দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান সংগঠনের সমন্বয়ক মো. রফিক।
তিনি বলেন, প্রতি বছরই হাতেগোনা কিছু কিছু মালিক ঈদের আগে শ্রমিকদের বেতন ও বোনাস নিয়ে তালবাহানা করেন। যার ফলে শ্রমিকেরা একটা অনিশ্চয়তা মধ্যে জীবনযাপন করে। এ বছর থেকে এ ব্যাপারে সরকার, বিজিএমইএসহ সব আইন প্রয়োগকারী সংস্থাকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
রফিক বলেন, এবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার আগে শ্রমিকেরা যেন জুন মাসের পূর্ণ বেতন ও ওভার টাইম পেতে পারে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গার্মেন্টস শিল্পকে কঠোর নজরদারির মধ্যে রাখতে হবে। এ ক্ষেত্রে কেউ প্রতারণার আশ্রয় নিলে তাকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানান তিনি।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের সদস্য কামরুল হাসান, দেলোয়ার হোসেন, আলমগীর হোসেন প্রমুখ।
(ঢাকাটাইমস/১৫জুন/জিএম/জেবি)