ঢাকা: কৃষি ও পল্লী ঋণের সুদের ঊর্ধ্বসীমা কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। ১১ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নির্ধারণ করা হয়েছে ঊর্ধ্বসীমা। আগামী ১ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
আজ বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।
সার্কুলারে বলা হয়, সম্প্রতি আমানত ও ঋণের সুদের হার কমে আসায় বাংলাদেশ ব্যাংক কৃষি ঋণের সুদে ঊর্ধ্বসীমা পুনঃনির্ধারণ করেছে।
এর আগে ২০১৪ সালের ২১ ডিসেম্বর এক সার্কুলারে কৃষি ও পল্লী ঋণের সুদের ঊর্ধ্বসীমা ১১ শতাংশে নির্ধারণ করেছির বাংলাদেশ ব্যাংক।
সম্প্রতি ব্যাংকিং খাতে আমানতের সুদহার কমেছে। এ কারণে ব্যাংকগুলো ঋণের সুদহারও কমিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এপ্রিলে ব্যাংকিং আমানতের গড় সুদহার দাঁড়িয়েছে ৫ দশমিক ৯২ শতাংশ; আর ঋণের গড় সুদহার ১০ দশমিক ৭৮ শতাংশ।
(ঢাকাটাইমস/১৫জুন/মোআ)